শনিবার, ২৬ এপ্রিল ২০২৫,
১৩ বৈশাখ ১৪৩২
ই-পেপার

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
বিশেষ সংবাদ
মিরপুরে কালসী রোড সাংবাদিক প্লট এলাকার বড় খালটি খনন ও পরিস্কার কার্যক্রম শুরু
জলাবদ্ধতা ও নগরবাসীর দু’ভোগ লাঘবে খাল ও ড্রেন পরিস্কারে নেমেছে ডিএনসিসি
আবুল কাশেম
Publish: Saturday, 19 April, 2025, 9:10 PM  (ভিজিট : 122)

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ বিগত বছরগুলোতে ভারী বৃষ্টিতে নগরীতে ভয়াবহ জলাবদ্ধতায় নগরবাসীর অসহনীয় দু’ভোগের বিষয়টি মাথায় নিয়ে এবার দ্রুত লাঘবের উদ্যেশে পরিকল্পিতভাবে বড় বড় খাল ও ড্রেন উদ্ধারের পাশাপাশি খনন ও পরিস্কার কার্যক্রম শুরু করেছেন। ডিএনসিসিতে খাল খনন ও পরিস্কারের কার্যক্রম পুরোদমে চলছে বলে জানা যায়। বর্তমান প্রশাসন জলাবদ্ধতা দ্রুত কমাতে খাল ও ড্রেন খনন কার্যক্রমকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে।

আজ শনিবার (১৯ এপ্রিল ) রাজধানীর মিরপুরে ডিএনসিসির অঞ্চল-২ এর আওতাধীন কালসী রোড সাংবাদিক প্লট এলাকার ময়লা আর্বজ্যনায় ভরাট হওয়া অনেক বড় খালটি খনন ও পরিস্কার কার্যক্রম শুরু করেছেন। বিগত দিনগুলোতে ভারী বৃষ্টিপাত হলে ওই এলাকার সমস্ত পানি এই খালে এসে জমা হতো।কিন্তু খালটি ময়লা আর্বজ্যনায় ভরাট থাকায় বৃষ্টির পানি দ্রুত অপসারণে বাধাগ্রস্ত হয়ে পুরো এলাকার রাস্তার উপর দিয়ে প্রবাহিত হতো। এবার ওই অভিজ্ঞতার আলোকে ডিএনসিসির পক্ষ থেকে বৃষ্টির পানি দ্রুত অপসারণের জন্য আজ শনিবার বিকেলে ওই এলাকা সরেজমিন পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 

পরিদর্শনে আসানে ডিএনসিসির  প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনাঃ মোঃ মঈন উদ্দিন.এসইউপি.এসপিপি.এনডিসি. পিএসসি, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম (ই). পিএসসি.বিএন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শরীফ উদ্দীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেনেজ সার্কেল)ফারুক হাসান আল মাসুদ, অঞ্চল- ২ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম , উপ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মফিজুর রহমান ভূইয়া,সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বেনজীর আহমেদ, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রকিব হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ।


জানা যায়, গত ৫ মার্চ পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নগরীর জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির খাল খনন ও ঊদ্ধার কার্যক্রম পরিদর্শন করেছেন। ওই দিন তিনি গণমাধ্যমকে বলেছেন, খালগুলো খননের বিকল্প নেই। ঢাকার খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে এবং এজন্য খাল খনন কার্যক্রম চলমান থাকবে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ গত ১৭ এপ্রিল মোহাম্মদ পুওে গণশুনানি অনুষ্ঠানে পুরনো হাইক্কার খাল উদ্ধার এবং দ্রুত খননের কার্যক্রম শুরুর ঘোষাণা দিয়েছেন।  ডিএনসিসির চলমান এই কার্যক্রম সফল হলে অবশ্যই ঢাকা উত্তর সিটিতে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা অনেক কম হবে বলে আশা করা যায়।

সরে জমিন খোঁজ নিয়ে জানা যায়, বিগত বছরগুলোতে ভারী বর্ষনে ঢাকা সিটিতে ভয়াবহ জলাবদ্ধতার ফলে নগরবাসীর অসহনীয় দু’ভোগের বিষয়টি ভোলার মতো নয়। তবে ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে অনেক চেষ্টার পরও জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি। এর পেছনে অনেকগুলো বাস্তব কারণ রয়েছে। বিশেষজ্ঞগণ নগরীর জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে কয়েকটি সমস্যা চিহ্নিত করেছেন। এরমধ্যে টানা বৃষ্টিতে নগরীতে পানি দ্রুত সরার তেমন কোন ব্যবস্থা নেই। নগরীর ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরাট হয়ে রয়েছে। ফলে ডেন্রের পানি দ্রুত সরতে পারে না। 

এছাড়া ড্রেনের পানি সরে যাবে কোথায়, পুরনো বড় বড় খালগুলো প্রভাবশালীদের অবৈধ দখলে এবং ভরাট করে গড়ে তোলেছে অনেক স্থাপনা। ড্রেনের পানি যাচ্ছে রাস্তায় আর রাস্তার পানির যাচ্ছে নগবাসীর বাসা বাড়ি, দোকান পাটসহ নিম্মাঞ্চলে। যদি বৃষ্টির পানি দ্রুত ড্রেন হয়ে খালে এবং খাল থেকে নিকটবর্তী নদীতে কিংবা বড় বড় জলাশয়ে যাবার সুযোগ  থাকতো, তাহলে এই নগরীতে জলাবদ্ধতা থাকতো না।

বিশেষজ্ঞরা আরো জানান, জলাবদ্ধতার পেছনে আরো একটি বড় কারণ রয়েছে। সেটি হলো, নগরবাসীর অসহযোগিতা। নগরবাসীর পাশাপাশি বিভিন্ন মার্কেট ও দোকানদাররা ময়লা আর্বজ্য নির্ধারিত স্থানে ফেলে না। শুধু তাই নয়, বাসাবাড়ি ও অফিসে ব্যবহ্নত অকেজো চেয়ার, টেবিল,তোষক, ভাঙ্গা খাট,টয়লেটের কমোটসহ বড় বড় জিনিস পত্র গোপনে ড্রেন এবং স্যুয়ারেজ/ নদ্দমায় ফেলে রাখে। একপর্যায়ে বড় বড় ড্রেন এবং স্যুয়ারেজ/ নদ্দমাগুলো ভরাট হয়ে যায়।  

আ. দৈ./ কাশেম 

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভারত-পাকিস্তান সংকট নিরসনের চেষ্টা করছে সৌদি আরব
পাঁচ বছর আগে অপহরণ হওয়া স্কুলছাত্র নিজেই ফিরল বাসায়
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
বৈষম্য নিরসন ও ৩ দফা দাবিতে ইবিতে বিক্ষোভ সমাবেশ
ইবিতে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর , তবু মেলেনি বিচার, নিশ্চিত হয়নি ক্ষতিপূরণ
বিশেষ সংবাদ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝