বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য মরহুম মোস্তফা কাজল ও সাইদুর রহমান রিমনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজোতের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে সেগুন বাগিচার ক্র্যাব কার্যালয়ে (তৃতীয় তলায়) অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে মরহুম দুই ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, ফখরুল আলম কাঞ্চন, আবুল খায়ের, ইসারফ হোসেন ঈসা, সাবেক সহ-সভাপতি লিটন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলু, দীপু সারোয়ার, আলাউদ্দিন আরিফ, মামুনূর রশিদ, সিরাজুল ইসলাম, সিনিয়র সদস্য বেলায়েত হোসেন, আবুল আজাদ সোলায়মান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ রানা, জিলানী মিল্টন, শহিদুল ইসলাম রাজী, ডিআরইউ’র সাবেক যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু প্রমূখ।
কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহম্মেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জাকারিয়া।
ক্র্যাবের সিনিয়র সদস্য মোস্তফা কাজল গত ২৬ ফেব্রুয়ারি ( রোববার) দুপুর ১টার দিকে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ১৯৯৬ সালে আজকের কাগজ পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন মোস্তফা কাজল। পরবর্তীতে মানবজমিন, ভোরের ডাকে কাজ করেন তিনি। সর্বশেষ বাংলাদেশ প্রতিদিনে কর্মরত ছিলেন।
আরেক সিনিয়র সদস্য সাইদুর রহমান রিমন গত ৩০ জুলাই ( বুধবার) গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পেশাগত কাজে এসে দুপুর ১১টার দিকে তিনি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে হাসপাতালে নেয়া হলে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাইদুর রহমান রিমন সর্বশেষ গাজীপুরের দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে দীর্ঘ সময় বাংলাদেশ প্রতিদিনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেলের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সিনিয়র সহসভাপতি ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা ক্যারিয়ারে বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ, সংবাদ, মানবজমিন, মুক্তকণ্ঠ, বাংলাবাজার পত্রিকা ও দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন। অনুসন্ধানী সাংবাদিকতায় অনন্য প্রতিভার অধিকারী তিনি ডিআরইউ বেস্ট রিপোর্টিংসহ অনেক পুরস্কার লাভ করেন।
আ.দৈ./কাশেম