বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫,
২৯ কার্তিক ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
লাইফস্টাইল
ঢাকা ওয়াসার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানীর অভিযোগ বিহারী জনগোষ্ঠীর
পানির দাবিতে পল্লবীতে কালশী রাস্তা অবরোধ বিহারী ক্যাম্পবাসীর
নিজস্ব প্রতিবেদক
Publish: Saturday, 9 August, 2025, 8:13 PM  (ভিজিট : 537)

 রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ এর রহমত ক্যাম্পের বসবাসকারী বিহারীরা পানির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। কারণ দীর্ঘদিন যাবৎ তারা পানির কষ্টে আছেন। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দপ্তরের লিখিতভাবে আবেদন জানিয়েও তারা কোন সুফল পাচ্ছেন না। 

অবশেষে  আজ শনিবার (৯ আগস্ট) বিকেলে পানির দাবিতে মিছিল নিয়ে উর্দুভাষী বিহারী জনগোষ্ঠীর বিপুল সংখ্যক লোকজন কালশী রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন। রাস্তা অবরোধকালে পুরো কালশিএলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ডিএমপির পল্লবী থানার ওসির অনুরোধে বিহারী নেতৃবৃন্দ রাস্তার ওপর থেকে অবরোধ তুলে নেন।

এদিকে গতকাল উর্দুভাষীদের জাতীয় সংগঠন বাংলাদেশী বিহারী পূণর্বাসন সংসদের (বিবিআরএ) পল্লবী থানা শাখার উদ্যোগে পানির দাবিতে এই কর্মসূচিতে সভাপতিত্ব করেছেন বিবিআরএ’এর রহমত ক্যাম্প’র সভাপতি নান্নু মহাজন। কালশি রাস্তা অবরোধ কর্মসূচিতে প্রধান অতিথি বিবিআরএ’এর প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমদ খান। তিনি বিহারী ক্যাম্পে নিরবিচ্ছিন্নভাবে পানি সরবরাহে ব্যর্থতার জন্য ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে দায়ী করেন। তিনি বলেন, ওয়াসার অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে রাজধানীবাসী পানি কষ্টের শিকার।

তিনি আরো বলেন, পুনর্বাসনে ওয়াদা করে সরকার গত ৫৪ বছর যাবৎ বিহারিদেরকে অবর্ণনীয় কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। দেশের সরকার ও জনগণ উর্দুভাষী বিহারী মুসলমানদের প্রতি সহানুভূতিশীল থাকলেও ‘ডেসকো ও ওয়াসা’ কর্তৃপক্ষ অনেকটাই বর্ণবাদী আচরণ করছে।

বিহারী নেতা নেয়াজ সরকারকে দ্রুত ‘ওয়াসা ও ডেসকোর’ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি সরকার প্রধান নিকট জানতে চেয়েছেন যে মিরপুর ১০,১১  ও ১২ নম্বরের আবাসিক এলাকায় পানি থাকলেও বিহারী ক্যাম্পে পানির লাইন ও পানি সরবরাহ বিঘ্নিত কেন। তিনি তার বক্তব্যে বলেন, যে ক্যাম্পে পানির সর্বাহাহ বন্ধ করে পানি-বাণিজ্য করছে গুটিকতক অসাধার দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি তাদের শাস্তি দাবি করেন ও অনতিবিলম্বে পল্লবীর সকল বিহারী ক্যাম্পে পানি সরবরাহের দাবি জানান।

বিবিআরএ’র কেন্দ্রীয় সভাপতি ও অবরোধ কর্মসূচির বিশেষ অতিথি কাওসার পারভেজ ভুলু বলেন,ওয়াসার লোকজন দালাল ও মাস্তান নিয়োগ করে বহারিদের নিকট হতে পানির বিনিময়ে টাকা তুলছেন, অভিযোগ দিলেও জোনাল কর্মকর্তা অভিযোগ আমলে নিচ্ছেন না।

বিহারী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সরকারকে অবিলম্বে পুনর্বাসন কর্মসূচি গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্যে তারা পানির কষ্ট সহ মানবতার জীবন যাপনের চিত্র তুলে ধরেছেন। বিহারীদের পুনর্বাসনের ব্যাপারে প্রফেসর মোহাম্মদ ইউনুস কেন নীরব রয়েছেন তা বিহারী নেতৃবৃন্দ জানতে চেয়েছেন। কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বিহারী নেতা ওসমান গনি মহাজন, মোহাম্মদ সাব্বির, আলাউদ্দিন, আসমা বেগম, রিয়াজউদ্দিন মুকুল, শামসুদ্দিন মুন্না আনিসুর রহমান বেচু,আরমান দিল্লিওয়ালা,মোঃ সনু,হাসিনা বেগম প্রমুখ। 
আ. দৈ. /কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

হিরো আলমকে আটক করতে গ্রেফতারি পরোয়ানা জারি
সেনা কর্মকর্তা সেজে প্রেমের জাল বুনলেন প্রতারক
দেশ ছেড়ে পালিয়েছে স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগ: এটিএম আজহারুল
হাসিনার সাক্ষাৎকার নিয়ে ঢাকায় ভারতীয় দূত তলব
ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা তৈরি সরঞ্জাম সহ আটক ৩
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে গ্রেফতার হওয়া আ'লীগ নেতা ফারুক কারাগারে
ডিএনসিসি প্রশাসকের দপ্তরের নাম ভাঙ্গিয়ে কোটি কোটি টাকার অবৈধ বাণিজ্য
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা
রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটের পাশে বাসে অগ্নিকাণ্ড
ফরিদপুরে জেলা আ.লীগের সভাপতি ফারুক হোসেন আটক
লাইফস্টাইল- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝