জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সোনালী ব্যাংক পিএলসি।
গতকাল বুধবার (৬ আগস্ট) রাজধানীর উত্তরায় সোনালী ব্যাংক স্টাফ কলেজ প্রাঙ্গণে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাসকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।
পরে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল করিম ও মো. নূরুন নবী ফলদ গাছের চারা রোপণ করেন।
এসময় জেনারেল ম্যানেজার সাহিদা খানমসহ অন্যান্য নির্বাহী এবং স্টাফ কলেজের ফ্যাকাল্টি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।