ছবিতে-মরহুম কুদ্দুস মিয়ার ছেলে মাথায় টুপি আলামিন নগদ ৪০ হাজার টাকা গ্রহণ করছেন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা বিভাগের অঞ্চল-৫ এর অধীনে ২৭ নম্বর ওয়ার্ডের জাতীয় সংসদ ভবন এলাকায় কর্মরত পরিচ্ছন্নতা কর্মী কুদ্দুস মিয়া (৫৫) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার পরিবারে পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। তিনি রোজার ঈদের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে গত সপ্তাহে তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় তিনি ইন্তেকাল করেন। পরিচ্ছন্নতা কর্মী কুদ্দুস মিয়া মৃত্যুকালে এক স্ত্রী, ৩ ছেলে,২ মেয়ে ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবস্থানে তাকে দাফন করা হয়েছে। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা এলাকায়। ডিএনসিসির কর্মচারীরা জানান, ঢাকা সিটি করপোরেশনে প্রায় ২২/২৩ বছর পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দৈনিক মজুরির ভিত্তিতে চাকরি করেছেন কুদ্দুস মিয়া। এদিকে মরহুম কুদ্দুস মিয়ার মৃত্যুতে তার অসহায় পরিবারকে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা নিয়ে হাজির হয়েছেন ডিএনসিসির সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বেনজীর আহমেদ এবং অঞ্চল-৫এর পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা।
আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় ডিএনসিসির সহকারী প্রধান বর্জ্য ব্যবস্তাপনা কর্মকর্তা বেনজীর আহমেদের উদ্যোগে ও সহযোগিতায় অঞ্চল-৫ এর পরিচ্ছন্নতা কর্মীদেরকে সাথে নিয়ে মরহুম কুদ্দুস মিয়ার ছেলে মো. আলা মিনের হাতে নগদ ৪০ হাজার টাকা তুলে দেন।
আ. দৈ./ কাশেম