Publish: Tuesday, 8 April, 2025, 8:02 PM (ভিজিট : 354)
রাজধানীর বারিধারায় আমেরিকান অ্যাম্বাসীর কাছে মেইনরোডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৮নং ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক ‘হাবীব আল আহসানের’ ওপর নৃসংশ হামলা চালিয়েছে সন্ত্রীরা। তবে কেনো হঠাৎ করে ডিএনসিসির এই নিরীহ পরিচ্ছন্ন পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এর পেছনে কারা জড়িত এবং কেনো তাকে টার্গেট করেছে।
এছাড়া হামলাকারীরদের সম্পর্কে এসব প্রশ্নের সঠিক জবাব ভিটটিম আহসান সুস্থ হবার পর জানা যাবে। তবে পুলিশ ইচ্ছা করলে ওই এলাকায লাগানো সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে এবং ওই এলাকায় কর্মরত ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মকর্মা ও কর্মচারীদের সহযোগিতায় তথ্য বের করতে পারেন।
তবে ডিএনসিসির একাধিক কর্মকর্তারা এই প্রতিনিধিকে জানান, আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল পৌনে ৬ টায় ওই এলাকায় ডিএনসিসির এসটিএস’র সামনে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকিকালে হঠাৎ ‘দা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে অজ্ঞাতনামা ৪/৫ জন দুষ্কৃতিকারী প্রকাশ্য দিবালোকে পরিচ্ছন্ন পরিদর্শক হাবীব আল আহসানের ওপর হামলা চালায়। দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র দিয়ে ‘হাবীব আল আহসানের’ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী কোপাতে থাকে। মুহূর্তের তার মাথা, হাত,পাজোর এবং পা সহ পুরো শরীর মারাত্মক ভাবে ক্ষত বিক্ষত হয়ে যায়। ফিনকি দিয়ে শরীর থেকে রক্ত ঝড়তে থাকে। দুষ্কৃতিকারীদের ধারালো অস্ত্রের আঘাতের আহসানের মাথা.হাত পা,হাটুর মাংস ফাঁক হয়ে যায় এবং তার ডান পায়ের দুটি হাড় সম্পূর্ণ ভেঙ্গে যায়।
প্রত্যক্ষ্যদর্শিরা জানান, ডিএনসিসির এই নিরীহ পরিচ্ছন্ন পরিদর্শক আহসান দুষ্কৃতিকারীদের হামলা থেকে বাঁচার জন্য অনেক আবেদন নিবেদন করে নিজেকে রক্ষা করতে পারেননি। একপর্যায়ে তাকের রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায় দুষ্কৃতিকারী। পরে খবর পেয়ে ডিএনসিসির কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিচ্ছন্ন পরিদর্শক হাবীব আল আহসানকে উদ্ধার করে প্রথমে শেরে বাংলা নগর সোহরাওয়াদী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) পাঠানো হয়।
এদিকে কর্মকর্তা ও কর্মচারী বান্ধব ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবি এম সামসুল আলম (ই), পিএসসি, বিএন, উপ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মফিজুর রহমান ভূইয়া, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন, সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বেনজীর আহমেদ,সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব)রকিব হাসান,সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবু ইউনুস, পরিচ্ছন্ন পরিদর্শক ফরহাদ হোসেন , পরিচ্ছন্ন পরিদর্শক পরেশ চাকমাসহ আরো অনেক কর্মকর্তা ও কর্মচারীগণ খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে ছুটে যান। এই হাসপাতালের জরুরি বিভাগে তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। দ্রুত পরীক্ষা নিরীক্ষা শেষে বেশ কিছু সময় তাকে আইসইউতে রাখেন। পরে দুপুর সোয়া ২ টায় (আহসান) তাকে তৃতীয় তলায় ৪৯ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে।
আজকের দৈনিক পত্রিকাকে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকতা বলেন, পরিচ্ছন্ন পরিদর্শক হাবীব আল আহসানের সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে। তিনি নিজে হাসপাতালে গিয়ে তার যাবতীয় পরীক্ষা নিক্ষার পর কেবিনে ভর্তিও সব আয়োজন করেছেন। একই সাথে উপ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মফিজুর রহমান ভূইয়াসহ আরো কয়জনকে আহত আহসানের সুচিকিৎসার সার্বিক তদারকির নির্দেশনা দিয়েছেন। আগামী ৩/৪ দিন নিবীর পর্যবেক্ষণ শেষে চিকিৎসকদের পরামর্শ ক্রমে আহত আহসানের ভাঙ্গা হাড় জোরা লাগানোর উদ্যোগ নেয়া হবে।
তিনি আরো বলেন, পরিচ্ছন্ন পরিদর্শক হাবীব আল আহসানের ওপর নৃসংশ হামলার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়েরসহ আইনী বিষয়টিও দেখার দায়িত্ব দেওয়া হয়েছে উপ প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মফিজুর রহমান ভূইয়াকে। ইতোমধ্যে ডিএনসিসির অনুমোদন সাপেক্ষে গুলশান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে দ্রুত আইনী পদক্ষেগ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।