রাজধানীর রামপুরায় রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন ভবনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অর্থের বিনিময়ে ১,৭৯১ জন শিল্পীর বিটিভিতে তালিকাভুক্তি, একই অনুষ্ঠান পুনঃপ্রচার করে নতুন হিসেবে বিল উত্তোলন এবং প্রকল্পে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে মোট অংকের অর্থ উত্তোলনসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে
অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন, দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো.আকতারুল ইসলাম।
তিনি আরো জানান, অভিযানকালে দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন। সংগৃহিত নথিপত্রের পর্যালোচনায় বেশ কিছু অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদকটিম। বিল-ভাউচার সংক্রান্ত অভিযোগসমূহের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে ভাউচারসমূহ সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র যাচাইসাপেক্ষে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
আ. দৈ./ কাশেম