ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ফাঁদ মামলা পরিচালনা করে হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটরকে হাতেনাতে আটক করেছে।
অভিযোগকারী মো. আব্দুল হামিদ, একজন অবসরপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী, গেদুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি অবসরকালীন সুবিধা প্রাপ্তির জন্য ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ে আবেদন করেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট কার্যালয়ের অডিটর মো. হান্নান ও উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান তার ফাইল প্রক্রিয়াকরণের জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন, যা পরে ২২ হাজার টাকায় সমঝোতা হয়।
আজ সোমবার (১৭ মার্চ) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি অরো জানন, ওই বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও কার্যালয়ে জানালে, কমিশন ঘুষ গ্রহণের সময় অভিযুক্তদের হাতেনাতে আটকের জন্য একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত নেয়।
পরিকল্পনা অনুযায়ী, আব্দুল হামিদ চাহিত ২২ হাজারের মধ্যে ৫ হাজার টাকা নগদ দেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা উপস্থিত থেকে মো. হান্নানকে ঘুষ গ্রহণের সময় আটক করে। একইসাথে এই কর্মকাণ্ডের মূল হোতা হিসেবে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামানকেও আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আ. দৈ./কাশেম