ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রকৌশলীদের অতিরিক্ত নতুন দায়িত্বসহ পদায়ন এবং বদলি হওয়া কর্মকর্তাদের দপ্তর হস্তান্তর হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) নগর ভবনে বিকেলে লেভেল-১০এ সভাকক্ষে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপটেন ফিদা হাসানের উদ্যোগে এক আনন্দময় ও উৎসব মুখর পরিবেশে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রকৌশলীদের দায়িত্ব হস্তান্ত এবং দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে।
মোঃ ফরহাদ নির্বাহী প্রকৌশলী (ডিসপোজাল) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব গ্রহণ করেছেন। উক্ত দপ্তরের আগের দায়িত্ব পালনকারী কর্মকর্তা এস,এম শফিকুর রহমান তার কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য, ডিএনসিসি কর্তৃপক্ষ গত ০১ সেপ্টেম্বর (রোববার) এস,এম শফিকুর রহমানকে নগর পরিকল্পনা বিভাগে স্থপতি পদে বদলি করেছেন। একই আদেশে
মোঃ ফরহাদকে নির্বাহী প্রকৌশলী (ডিসপোজাল) ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ বদলি করেন। আজ ব্রহস্পতিবার এস,এম শফিকুর রহমান বদলিকৃত নতুন দপ্তরে যোগদান করেছেন বলে জানান যায়।
আ. দৈ. /কাশেম