রাজধানীর মৌচাকের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে একটি প্রাইভেট কারের ভেতর থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় পাওয়া গেছে।
নিহতদের একজনের নাম জাকির হোসেন, আরেকজন মো. মিজান। তাদের দু’জনেরই বাড়ি নোয়াখালীতে। প্রাইভেট কারটির মালিকের থেকে এ তথ্য পাওয়া গেছে।
আজ (সোমবার, ১১ আগস্ট) সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কারের ভেতর থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) তালেবুর রহমান খান।
তিনি জানান, আজ বেলা পৌনে ১২টার দিকে ওই মেডিকেল কলেজের নিরাপত্তারক্ষীরা গাড়ির ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করে।রোববার বিকেলের দিকে সাদা রঙের ওই প্রাইভেট কারটি পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের সঙ্গে পরিবারের সদস্যরা আর যোগাযোগ করতে পারেনি বলে জানান তালেবুর রহমান।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও গাড়িটির মালিক মরদেহ দুটির পরিচয় নিশ্চিত করেছে। দু’জনের মধ্যে একজনের নাম জাকির হোসেন, আরেকজন হলেন মো. মিজান। উদ্ধারের সময় তাদের একজনকে গাড়ির সামনে ড্রাইভারের পাশের সিটে এবং অন্যজনকে পাওয়া যায় পেছনের সিটে। নিহতদের মধ্যে জাকির ছিলেন চালক এবং মিজান চালকের সহকারি।
প্রাইভেট কারের মালিক জোবায়ের আল মাহমুদ সৌরভ বলেন, ‘গতকাল সাড়ে ৫টার দিকে আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়েছে। ওখান থেকে আসার পথে বলছে, ভাই তিন হাজার টাকার মতো একটা ভাড়া পেয়েছি, আপনি বাসায় চলে যান। সিরাজুল মেডিকেলের ওখান থেকে যাবেন উনারা। বললো ১১টার দিকে উনাদের রিলিজ করবে, সেখান থেকে চলে যাবে।’
তিনি বলেন, ‘পরে (আজ সকালে) আমি জিপিএসে দেখি গাড়ি ওখানেই আছে। দু’জনের নম্বরেই ফোন দিয়েছি কিন্তু ফোন ঢোকে না। পরে ২টার দিকে রমনা থানার পুলিশ আমাকে ফোন করেছে। সে ফোন করে আমাকে ঘটনা জানিয়েছে।’
গাড়ির ভেতরে দুজন কখন, কীভাবে মারা গেলেন, গাড়িটি কে বা কারা সেখানে নিয়ে গিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
হাসপাতালে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।