বাৎসরিক কর্মপরিকল্পনা ও দৈনন্দিন সূচি অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অব্যাহতভাবে নিয়মিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে চলেছে। পরিকল্পনার আওতায় মশক নিয়ন্ত্রণে দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে একযোগে নানাবিধ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা জোবায়ের হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, কর্মপরিকল্পনার আওতায় নিয়মিত সকল ওয়ার্ডে লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম সূচি অনুযায়ী পরিচালনা করা হয়। 'ডিএসসিসি লাইভ মনিটরিং' নামক ফেসবুক গ্রুপের মাধ্যমে দৈনন্দিন পরিচালিত এই কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হয়।
এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনা তৈরি ও ওয়ার্ড পর্যায়ে সকল ছাত্র, তরুন, যুবকদের সম্পৃক্ত করা হয়েছে, মাইকিং, পোস্টার সাঁটানো, লিফলেট বিতরন, মসজিদে জুমা'র নামাজের খুতবার সময় ডেঙ্গু সচেতনতা বার্তা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত সচেতনতামূলক সভা, এলইডি মনিটরে প্রচারনা কার্যক্রম পরিচালনা করা হয়।
ডিএসসিসি এলাকাভুক্ত ৪৮ টি থানা ও পুলিশফাঁড়িতে, ৮৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে, ডিএসসিসি আওতাভুক্ত সকল সরকারি-বেসরকারি হাসপাতালে একাধিকবার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশক নিধন চিরুনি অভিযান পরিচালনা করা হয়। ডেঙ্গু রোগীর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোগীর হোল্ডিং ও আশেপাশের ৩০০ গজ এলাকায় কুইক রেসপন্স টিমের মাধ্যমে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। এডিস মশার উৎসস্থলে লার্ভিসাইডিং হিসেবে টেমিফসের পাশাপাশি লোভালিউরণ ট্যাবলেট (Novalouron Tablet) ব্যবহার করা হয়।
বিগত ২৩ জুন,২০২৪ থেকে ০১ আগস্ট ২০২৪ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে এডিস মশার প্রজননে দায়ী ব্যাক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৭৭৮৪ টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১৯২ টি বাড়ি/স্থাপনাতে এডিসের লার্ভা পাওয়ায় ১৬১ টি মামলা দায়ের পূর্বক মোট ১৬,৮১,১০০৳ (ষোল লক্ষ একাশি হাজার একশত) টাকা জরিমানা করা হয়।
০১ জানুয়ারি, ২০২৪ থেকে ০২ নভেম্বর,২০২৪ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ডেঙ্গু রোগী দেখানো হয় ১২,২৮৫ জন। কিন্তু ডিএসসিসির সহকারী স্বাস্থ্য কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের সরেজমিনে তদারকি করে ডিএসসিসির আওতাধীন প্রকৃত রোগীর সংখ্যা পায় ৩,৮৯৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তালিকার বাকি ৮৩৯২ জনই দেশের নানা প্রান্ত থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ডিএসসিসির আওতাভুক্ত হাসপাতালগুলোতে চিকিৎসা গ্রহন করে। চলতি সপ্তাহে সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৩০ জন, যার মধ্যে ডিএসসিসির আওতাভুক্ত রোগীর মৃত্যু ২ জন।
প্রতিদিন সকাল ৮:০০ ঘটিকা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত লার্ভিসাইডিং ও বিকাল ৪:০০ ঘটিকা থেকে সন্ধ্যা পর্যন্ত এডাল্টিসাইডিং করা হয়, যা ডিএসসিসির জরুরি পরিচালন কেন্দ্র (EOC) থেকে Dscc live monitoring পেজ থেকে সরাসরি মনিটরিং করা হয়।
আ. দৈ. /কাশেম