পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)' আয়োজনে ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেটে আজ শনিবার ( ২২ নভেম্বর) চতুর্থদিনে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মোট ৮টি দলের খেলা অনুষ্ঠিত হয়। এতে জয়লাভ করে কালের কন্ঠ, চ্যানেল আই, জাগোনিউজ২৪.কম, এটিএন বাংলা, কালবেলা, বাংলাভিশন, চ্যানেল ২৪ ও যুগান্তর।
দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় চ্যানেল ২৪ এবং দেশ রূপান্তর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৯ রান তোলে দেশ রূপান্তর। জবাবে ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় চ্যানেল ২৪। ম্যাচসেরা হন জয়ী দলের গিয়াস উদ্দিন সজিব।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় চ্যানেল আই ও জনকণ্ঠ। প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১১৬ রান তোলে চ্যানেল আইয়ের ব্যাটাররা। জবাবে ৭০ রানে থামে জনকণ্ঠের ইনিংস। ৪৬ রানে ম্যাচ জেতে চ্যানেল আই। জয়ী দলের নীলাদ্রি শেখর ম্যাচসেরা হন।
তৃতীয় ম্যাচে জাগো নিউজের প্রতিপক্ষ ছিল আলোকিত বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মাত্র ২৩ রান তোলে আলোকিত বাংলাদেশের ব্যাটাররা। জবাবে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় জাগো নিউজ। ম্যাচসেরা হন জয়ী দলের ইয়াসিন আরাফাত রিপন।
আজ দিনের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় স্টার নিউজ এবং যুগান্তর। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান তোলে স্টার নিউজ।
জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় যুগান্তর। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন জয়ী দলের সাদ্দাম হোসেন ইমরান।
দিনের পঞ্চম ম্যাচে কালের কণ্ঠের প্রতিপক্ষ ছিল নয়া দিগন্ত। ৫ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় কালের কণ্ঠ। ম্যাচসেরা হন জয়ী দলের জাহিদুল ইসলাম।
দিনের ষষ্ঠ খেলায় মাঠে নামে এটিএন বাংলা। যাদের প্রতিপক্ষ ছিল আজকের পত্রিকা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭০ রান তোলে আজকের পত্রিকা। জবাবে ব্যাট করে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় এটিএন বাংলা। ম্যাচসেরা হন জয়ী দলের মাসুদ মোস্তাহিদ।
দিনের সপ্তম ম্যাচে চ্যানেল ওয়ানের প্রতিপক্ষ ছিল বাংলাভিশন। দারুণ খেলে ম্যাচটি ৩ উইকেটের ব্যবধানে জিতে নেয় বাংলাভিশনের খেলোয়াড়রা। ম্যাচসেরা হন জয়ী দলের মাহফুজুর রহমান।
দিনের অষ্টম ও সর্বশেষ ম্যাচে মাঠে নামে কালবেলা। যাদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ প্রতিদিন। ম্যাচে কালবেলার বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ প্রতিদিন। কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় কালবেলা। জয়ী দলের এনায়েত শাওন ম্যাচসেরা নির্বাচিত হন।
ডিআরইউ‘র ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫ এর চতুর্থ দিনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, কার্যনির্বাহী সদস্য মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান ও সুমন চৌধুরী।
আ. দৈ./কাশেম