সোমবার, ২৪ নভেম্বর ২০২৫,
১০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
অপরাধ
ফরিদপুরে শিশুর মরদেহ উদ্ধার, আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
নাজিম বকাউল , ফরিদপুর প্রতিনিধি
Publish: Sunday, 23 November, 2025, 7:19 PM  (ভিজিট : 66)

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘন্টার মাথায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জায়ান মোল্যা (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। 

এ ঘটনার বিচারের দাবিতে আসামীদের গ্রেপ্তারে রবিবার স্থানীয় জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, এলাকাবাসী ও পারিবারের সদস্যরা মানববন্ধন করেছে। 
 
আজ রবিবার (২৩ নভেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে ওসি মো. শাহজালাল আলম জানান, ওইদিন রাতেই শিশুটির মা কামরুন্নাহার সিনথিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এর আগে গত ২০ নভেম্বর দুপুরে শিশুটির বাড়ি সংলগ্ন কিছুটা দূরে একটি বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

জায়ান উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্লার ছেলে। শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্ডেনে শিশু শ্রেণিতে পড়ালেখা করতো।
 
থানায় মামলা ও এলাকা সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু জায়ান স্কুল থেকে বাড়িতে আসার পর নিখোঁজ হয়। জায়ানের মা ও পরিবারের স্বজনরা খোঁজাখুঁজি করার এক পর্যায়ে দুই ঘন্টার মাথায় পথচারীদের মাধ্যমে জানতে পারে তাদের বাড়ির অদূরে একটি বাগানের গাছের সাথে গলায় পরনের প্যান্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সেখান থেকে ময়না তদন্ত শেষে শনিবার বিকেলে মরদেহটি জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতেই শিশুটির মা কামরুন্নাহার সিনথিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-০৯।
 

মানববন্ধনে নিহত জায়ানের মা কামরুন্নাহার সিনথিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র ছেলেকে যারা খুন করেছে, তারা বীরদমে ঘুরে বেড়াচ্ছে। আর আমার ছেলে কবরে শুয়ে আছে। প্রশাসনের কাছে আমার ছেলে হত্যার বিচার চাই, হত্যাকারীদের ফাঁসি চাই। যত দ্রুত সম্ভব হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 

 রবিবার  মামলার তদন্তকারী কর্মকর্তা আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মরদেহের ময়না তদন্ত হয়েছে, রিপোর্ট পাওয়ার পর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্ত চলছে, আশা করছি দ্রুতই এ ঘটনার রহস্য উন্মোচন করতে পারবো। 
আ. দৈ./কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

৫.৫ মাত্রার ভূমিকম্প হতে পারে যেকোনো মুহূর্তে, সতর্ক করেছে গুগল ম্যাপ
বিদ্যালয় খোলা থাকবে, ভূমিকম্পে বন্ধের সুযোগ নেই: গণশিক্ষা উপদেষ্টা
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ফাইনালে চ্যানেল ২৪ মুখোমুখি চ্যানেল আই
‘গডফাদার-সন্ত্রাসীদের এমপি হওয়ার ধারণা ভুল’: তাসনিম জারা
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের আলফাডাঙ্গায় শিশু জায়ানের ঝুলন্ত লাশ,রিবারের দাবি হত্যাকাণ্ড
ভাইরাল রিকশাচালক রাজনৈতিক ময়দানে, নিচ্ছেন এনসিপির মনোনয়ন
যাত্রাবাড়ীতে গণধোলাইয়ে চোরের মৃত্যু, আর মামলার আসামি নারী সাংবাদিক
ফরিদপুরে শিশুর মরদেহ উদ্ধার, আসামী গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শেখ হাসিনা-কামাল ফেরানোর বিষয়ে আন্তর্জাতিক আদালতের পথ বিবেচনা করছে সরকার
অপরাধ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝