
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ক্রিকেটাররা ইতিহাস গড়ছেন।দ্বিতীয় দিনেই মুশফিকুর রহিম শততম টেস্টে সেঞ্চুরি করেছেন।
২১৪ বল খেলে ১০৬ রান করে আউট হওয়া মুশফিক বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ১৩টি শতরানের রেকর্ড স্পর্শ করেছেন, মুমিনুল হককে ছাড়িয়ে। পঞ্চম উইকেট জুটিতে লিটন দাসের সঙ্গে ২১০ বলে ১০৮ রান যোগ করেন তিনি। সেঞ্চুরির পর বাঁহাতি স্পিনার হামফ্রেসের বাউন্সিং এবং টার্ন করা বল খেলতে না পারায় আউট হন মুশফিক। তার ইনিংস সাজানো ছিল ৫টি চারে।
মুশফিকের পর দারুণ ফর্মে ছিলেন লিটন দাস। ১২৮ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৫২তম টেস্টে তার পঞ্চম সেঞ্চুরি করেছেন তিনি। তার আগে মেহেদী হাসান মিরাজ ৪৭ রান করেন। শেষ দিকে এবাদত হোসেন ১৮ ও হাসান মুরাদ ১১ রান করেন।
আইরিশ বোলারদের মধ্যে অ্যান্ডি ম্যাকব্রাইন সর্বোচ্চ ৬টি উইকেট নেন। এছাড়া হামফ্রেস এবং হোয়ে ২টি করে উইকেট পান।বোলিংয়ে স্পিনারদের দাপট দেখা গেছে। খালেদ আহমেদ স্টার্লিংকে এলবি করে প্রথম উইকেট নেন। পরে হাসান মুরাদ বালবির্নিকে, মেহেদী হাসান মিরাজ কারমাইকেলকে, এবং তাইজুল ইসলাম হ্যারি টেক্টরকে আউট করেন।
দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ ৪ উইকেটে ২৯২ রান নিয়ে শুরু করা ইনিংসে এগিয়ে রয়েছে এবং আয়ারল্যান্ড ৯৮ রানে ৫ উইকেট হারিয়েছে। বাংলাদেশের লিড ৩৭৮ রানে। মুশফিকুর শততম টেস্ট সেঞ্চুরি ও লিটন দাসের সেঞ্চুরি বাংলাদেশের মিডল-অর্ডারকে শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে।