পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)' আয়োজনে ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট আজ রোববার (২৩ নভেম্বর) পঞ্চমদিন। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথমে ৮ দলের মধ্যে কোয়ার্টার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। পরে সেমিফাইনালে চারটি দল উন্নীত হয়। দারুণ খেলে ফাইনালে জায়গা করে নেয় চ্যানেল আই এবং চ্যানেল ২৪। আগামীকাল সোমবার ২৪ নভেম্বর, সকাল ১০টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
আজ রোববার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় এটিএন বাংলা এবং জাগো নিউজ২৪। প্রথমে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে জাগো নিউজ। জবাবে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এটিএন বাংলা। ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন জয়ী দলের মাসুদ মোস্তাহিদ।
দিনের দ্বিতীয় কোয়ার্টারে মাঠে নামে কালের কণ্ঠ এবং চ্যানেল আই। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে চ্যানেল আই। জবাবে ৮৩ রানে থামে কালের কণ্ঠের ইনিংস। ম্যাচসেরা হন জয়ী দলের নীলাদ্রি শেখর।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় চ্যানেল ২৪। যাদের প্রতিপক্ষ ছিল দৈনিক যুগান্তর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৯ রান করে যুগান্তর। জবাবে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় চ্যানেল ২৪। ৪৪ রান করে ম্যাচসেরা হন জয়ী দলের সাদমান সাকিব।
দিনের চতুর্থ ও সর্বশেষ কোয়ার্টারে মুখোমুখি হয় বাংলাভিশন ও কালবেলা। প্রথমে ব্যাট করে ১০৮ রান সংগ্রহ করেন কালবেলার ব্যাটাররা। জবাবে ১০৩ রানে থামে বাংলাভিশন। ব্যাটে- বলে দারুণ নৈপুণ্যে দেখিয়ে ম্যাচসেরা হন কালবেলার হারুন।
৮ দলের কোয়ার্টার ফাইনালপর্বে জিতে সেমিফাইনালে ৪টি দল উন্নীত হয়। দলগুলো হলো- এটিএন বাংলা, চ্যানেল ২৪, চ্যানেল আই এবং কালবেলা।
সেমিফাইনালে চ্যানেল ২৪ এর প্রতিপক্ষ ছিল এটিএন বাংলা। চ্যানেল আই’র প্রতিপক্ষ কালবেলা। সকাল সাড়ে ১১টায় শুরু হয় সেমিফাইনাল ম্যাচ।
চ্যানেল ২৪-এটিএন বাংলার মধ্যকার ম্যাচে প্রথমে ব্যাট ১২৯ রান করে চ্যানেল ২৪। জবাবে ৯৪ রানে থামে এটিএন বাংলার ইনিংস। ৩৫ রানে ম্যাচ জেতে চ্যানেল ২৪। ম্যাচসেরা হন জয়ী দলের সাদমান সাকিব।
দিনের অপর সেমিতে চ্যানেল আই প্রথমে ব্যাট করে ১০৬ রান করে। জবাবে ৫০ রানে থামে কালবেলার ইনিংস। ৫৬ রানে ম্যাচ জিতে নেয় চ্যানেল আই। ম্যাচসেরা হন জয়ী দলের অতিথি খেলোয়াড় সাইফুল ইসলাম।
ডিআরইউ‘র ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫ এর কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাযী আনোয়ার, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূঁইয়া ও সুমন চৌধুরী। এছাড়া বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাবেক সভাপতি হাসান-উল্লাহ খান রানা উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম