মিরপুরে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে ইতিহাসের পাতায় নাম লেখালেন মুশফিকুর রহিম। আজ খেলতে নেমেই শততম টেস্টে তিনি প্রথম দিনে সেঞ্চুরি প্রায় করেই ফেলেন।
তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পর আম্পায়াররা খেলা চালাতে রাজি হননি। প্রথম দিনের খেলা শেষ হয়েছে ৯০ ওভারে ৪ উইকেটে ২৯২ রানে। লিটন দাস অপরাজিত ৪৭ রানে থেকে খেলেছেন।
৯০তম ওভারের পঞ্চম বলে আয়ারল্যান্ডের লেগস্পিনার গ্যাভিন হোয়েকে প্যাডল সুইপ করতে গিয়েও ২ রান নিতে পারেননি মুশফিক। শেষ বলটা লিটন ডিফেন্স করেছেন। আগামীকাল মুশফিক মাত্র ১ রান করলে তিনি ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন।
টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ শুরুতে শক্তভাবে খেলেছে। ওপেনাররা কখনো আক্রমণাত্মক, কখনো রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন। দলের ৫২ রানে উদ্বোধনী জুটি ভাঙে। সাদমান ইসলাম ৩৫ রানে এবং জয় ৩৪ রানে আউট হন। ২৮তম ওভারে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ৮ রানে আউট হন।
মুশফিকুর রহিম পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন এবং মুমিনুল হকের সঙ্গে ১০৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের পজিশন দৃঢ় করেন। মুমিনুল ৬৩ রানে আউট হলেও মুশফিক ও লিটন দিন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। পঞ্চম উইকেটে মুশফিক-লিটন জুটি ৯০ রানের।
শততম টেস্টের ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি ইতিমধ্যেই ইতিহাসে রয়েছে রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার ও জো রুটের নাম। মুশফিকও আজকের পারফরম্যান্সের মাধ্যমে এই একচেটিয়া ক্লাবে যোগ দিতে যাচ্ছেন।
বাংলাদেশের ব্যাটিং শেষ পর্যন্ত মুশফিকের নেতৃত্বে শক্ত অবস্থানে থাকলেও দ্বিতীয় দিনে তার সেঞ্চুরি নিশ্চিত হওয়ার দিকে সব নজর থাকবে।