পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)'র আয়োজনে আজ ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫।
আজ বুধবার (১৯ নভেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ডিআরইউ ক্রিকেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এক সময়কার মাঠ কাঁপানো ফুটবলার, তারকা গোলরক্ষক, ঢাকা মহানগর উত্তর বিএনপি‘র আহবায়ক এবং বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
আমিনুল হক বলেন, ডিআরইউ প্রতিবছর নানা খেলাধুলার আয়োজন করে থাকে। আগামীতে ডিআরইউ খেলাধুলাকে আন্ত: পর্যায়ে সুযোগ করে দেয়ার ব্যবস্থা করতে চাই। তিনি সবসময় ডিআরইউ’র পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
ডিআরইউ‘র সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সংগঠনের ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, আমিনুল হক ভূঁইয়া ও সুমন চৌধুরী। এছাড়া ডিআরইউ’র সাবেক সভাপতি মুরসালিন নোমানী ও সৈয়দ শুকুর আলী শুভ উপস্থিত ছিলেন।
৪৮টি মিডিয়া হাউসের অংশগ্রহণের এবারের ডিআরইউ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে। আজ টুর্নামেন্টের প্রথমদিনে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় কালের কণ্ঠ এবং যমুনা টিভি। প্রথমে ব্যাট করে ৭৮ রান তোলে যমুনা টিভি। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় কালেরকণ্ঠ। ১ উইকেটের জয় পাওয়া কালের কণ্ঠের রাহেনুর ইসলাম ম্যাচসেরার পুরস্কার জেতেন।
দিনের অপর ম্যাচে নয়া দিগন্তের প্রতিপক্ষ ছিল যায় যায় দিন। প্রথমে ব্যাট করে ৩৮ রান তোলে যায় যায় দিনের ব্যাটাররা। জবাবে ১ উইকেট হারিয়েই জয় তুলে নেয় নয়া দিগন্ত। জয়ী দলের রোহান ম্যাচসেরা হন। তৃতীয় ম্যাচে চ্যানেল ওয়ানের প্রতিপক্ষ ছিল বাংলানিউজ ২৪। শুরুতে ব্যাট করে ১০৬ রানে বড় সংগ্রহ গড়ে চ্যানেল ওয়ান। জবাবে ৪১ রানের বেশি করতে পারেনি বাংলানিউজ। ৬৫ রানের বিশাল জয় পায় চ্যানেল ওয়ান। ম্যাচসেরা হন জয়ী দলের সাফি।
দিনের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় বিটিভি ও সংবাদ প্রতিদিন। প্রথমে ব্যাট করে ১১২ রানে বড় পুজি পায় বিটিভি। জবাবে ব্যাট করতে নেমে ৫৭ রানের বেশি তুলতে পারেনি সংবাদ প্রতিদিন। এতে ৫৫ রানের জয় পায় বিটিভি। ম্যাচসেরা হয় জয়ী দলের মাহবুবুর রহমান। পঞ্চম ম্যাচে কালবেলার প্রতিপক্ষ ছিল ঢাকা মেইল। প্রথমে ব্যাট করে ১০৩ রান তোলে ঢাকা মেইল। জবাব দিতে নেমে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় কালবেলা। ম্যাচসেরা হন জয়ী দলের হারুন।
দিনের ছয় নম্বর খেলায় বাংলাভিশনের প্রতিপক্ষ ছিল মানবজমিন। শুরুতে ব্যাটিং করে ১৩১ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাভিশন। জবাব দিতে নেমে মাত্র ১৮ রানে গুটিয়ে যায় মানবজমিন। ১১৩ রানে বিশাল জয় তুলে নেয় বাংলাভিশন। ম্যাচসেরা হন দলটির ওপেনার মিজান সবুজ। সপ্তম ম্যাচে দেশ রূপান্তর জয়লাভ করে।
দিনের অষ্টম ম্যাচে বৈশাখী টিভি ও অবজারভারের মধ্যে লড়াই অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করে ৬৫ রান তোলে বৈশাখী টিভি। জবাবে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অবজারভার। ম্যাচসেরা হন জয়ী দলের ওয়ালিদ। এদিকে দিনের নবম ম্যাচে মাঠে নামে ফিনান্সিয়াল এক্সপ্রেস ও স্টার নিউজ। প্রথমে ব্যাট করে ৭৮ রান তোলে ফিনান্সিয়াল এক্সপ্রেস। জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্টার নিউজ। ম্যাচসেরা হন জয়ী দলের মুনির। অপর ম্যাচে একুশে টিভির প্রতিপক্ষ ছিল যুগান্তর। প্রথমে ব্যাট করে ৭০ রান সংগ্রহ করে একুশে টিভি। জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় যুগান্তর। ম্যাচসেরা হন জয়ী দলের সাদ্দাম। দিনের ১১তম ম্যাচে মুখোমুখি হয় সময়ের আলো এবং আমাদের সময়। প্রথমে ব্যাট করে ৬২ রানের সংগ্রহ পায় সময়ের আলো। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আমাদের সময়। ম্যাচসেরা হন জয়ী দলের শাহজাহান। দিনের শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ প্রতিদিন এবং ডেইলি সান। প্রথমে ব্যাট করে ৮৪ রান তোলে বাংলাদেশ প্রতিদিনের ব্যাটাররা। জবাবে ৮৩ রানে থামে ডেইলি সানের ইনিংস। ১ রানের জয় পায় বাংলাদেশ প্রতিদিন। ম্যাচসেরা হন জয়ী দলের শামীম আহমেদ।
আ. দৈ./কাশেম