পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট আজ শুক্রবার (২১ নভেম্বর) তৃতীয় দিনে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মোট ৮টি দলের খেলা অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় দৈনিক যুগান্তর ও দীপ্ত দিভি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেটে ১০০ রান তোলে দীপ্ত টিভির ব্যাটাররা। জবাবে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় যুগান্তর। অর্ধশত রান করে দলকে জয় এনে দেন যুগান্তরের সাদ্দাম হোসেন ইমরান। ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি।
একই সময় মাঠে অন্যপ্রান্তে দ্য ডেইলি স্টারের প্রতিপক্ষ ছিল স্টার নিউজ। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৭৯ রান তোলে ডেইলি স্টার। জবাবে ২ উইকেট হারিয়ে জয় তুল নেয় স্টার নিউজ। ম্যাচসেরা হন জয়ী দলের মনিরুল ইসলাম।
দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় চ্যানেল ওয়ান এবং একাত্তর টিভি। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৮০ রানের সংগ্রহ পায় একাত্তর টিভি। জয়ের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নেয় চ্যানেল ওয়ান। জয়ী দলের আব্দুল্লাহ শাফি ৫১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন।
চতুর্থ ম্যাচে মাঠে নামে বাংলাভিশন। যাদের প্রতিপক্ষ ছিল আজকের দৈনিক। প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৫১ রানের বিশাল ইনিংস গড়ে বাংলাভিশন। এই ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাভিশন। ম্যাচসেরা হন জয়ী দলের মিজানুর রহমান সবুজ।
দিনের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয় এটিএন বাংলা ও দ্য বিজনেস স্ট্যার্ন্ডার্ড। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৯৫ রানের সংগ্রহ পায় বিজনেস স্ট্যার্ন্ডার্ড। জবাবে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এটিএন বাংলা। জয়ী দলের মাসুদ মোস্তাহিদ ম্যাচসেরা হন। দিনের ষষ্ঠ ম্যাচে মাঠে নামে জিটিভি এবং আজকের পত্রিকা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৬৭ রান তোলে জিটিভি। জবাবে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পা রাখে আজকের পত্রিকা। ৪৪ রান করে ম্যাচসেরা হন জয়ী দলের রেজা করিম।
দিনের সপ্তম খেলায় মাঠে নামে দৈনিক জনকণ্ঠ। যাদের প্রতিপক্ষ ছিল মাইটিভি। ম্যাচটি ৪৯ রানের বড় ব্যবধানে জেতে জনকণ্ঠ। জয়ী দলের অতিথি খেলোয়াড় মাহমুদুন্নবী চঞ্চল ম্যাচসেরা হন। দিনের অষ্টম ও সবশেষ ম্যাচে মুখোমুখি হয় চ্যানেল আই এবং ঢাকা পোস্ট। কোনো উইকেট না হারিয়ে ম্যাচটি জিতে নেয় চ্যানেল আই। সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যানেল আইয়ের রাহুল কান্তি রায়।
ডিআরইউ‘র ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ‘ফরচুন বরিশাল-ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫ এর তৃতীয় দিনে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূঁইয়া ও সুমন চৌধুরী।
আ. দৈ./কাশেম