গাজীপুরের টঙ্গী পূর্ব থানার নতুনবাজার ও আরিচপুর এলাকায় পৃথক দুটি অভিযানে সাতজন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ মে) দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে দেশীয় ধারালো অস্ত্র, ১৩ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন,জাহিদুল ইসলাম জাহিদ (৩০), মাসুদ রানা (৩২), রুবেল হোসেন (৩০), জামাল উদ্দিন (৩২), শরিফুল ইসলাম (৩৫), মো. শফিকুল ইসলাম (৪৫) এবং মো. কামাল হোসেন (৪২)। তারা সবাই গাজীপুর মহানগর এবং আশপাশের এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল বুধবার রাত ১টার দিকে নতুনবাজার ও আরিচপুর এলাকায় অভিযান চালায়। প্রথম অভিযানে নতুনবাজার এলাকায় নির্জন একটি স্থানে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। পরে আরিচপুর এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়, যারা একই দলের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র, ১৩ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল, যেটি ডাকাতির কাজে ব্যবহারের জন্য প্রস্তুত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাজীপুর ও আশপাশের এলাকায় ছিনতাই, ডাকাতি ও মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
ওসি ফরিদুল ইসলাম বলেন, “গ্রেফতারদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।একটি অস্ত্র আইনে এবং অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। বুধবার সকালে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।”এই অভিযান প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাই ও চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় এ ধরনের অভিযান চালানো হচ্ছে। অপরাধ দমনে পুলিশের নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা পুলিশের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, বিশেষ করে নতুনবাজার ও আরিচপুর এলাকায় সন্ধ্যার পর থেকে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছিল। পুলিশের সফল অভিযানে এলাকাবাসী এখন কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডাকাত দলের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আ. দৈ./কাশেম