কুমিল্লার মুরাদনগরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিএনপি ও এনসিপি সমর্থকদের মধ্যে। বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার আল্লাহ’র চত্বরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিকেলে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ মিছিলটি ছিল এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার বিরুদ্ধে ‘অপপ্রচারের প্রতিবাদে’। মিছিল শেষে ফেরার পথে পেছন দিক থেকে কিছু লোক তাদের উসকানি দিলে হঠাৎ করে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দুই পক্ষের মধ্যে তখন শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। আহতদের মধ্যে উভয় পক্ষের লোকজন ছাড়াও কয়েকজন সাংবাদিক রয়েছেন। তবে পুলিশের কোনো সদস্য আহত হননি বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
স্থানীয় বিএনপি নেতারা দাবি করছেন, তাদের পূর্বঘোষিত কর্মসূচির সময় এনসিপির লোকজন ‘আসিফ মাহমুদের নির্দেশে’ অতর্কিত হামলা চালায়। বিএনপি নেতাদের নামে দায়ের করা 'মিথ্যা মামলা' প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল বলেও জানিয়েছেন তারা।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মুরাদনগর থানা।