আজ রবিবার (২৭ জুলাই) বিকালে বৃষ্টির মধ্যে পল্লবীর কালশিরোর সংলগ্ন উল্টা বাবার মাজারের সামনে সড়ক অবরোধ করেন বিহারী ক্যাম্পবাসিগন। ভোলা চিশতির সভাপতিত্বে অনুষ্ঠিত সড়ক অবরোধ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশী বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ) এর প্রধান পৃষ্ঠপোষক নেয়াজ আহমাদ খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বিহারী ক্যাম্পের পানির সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩, ৫ ও ২ নং ওয়ার্ড ভুক্ত তা অবিলম্বে সমাধানের আহ্বান জানিয়েছেন। আওয়ামী আমলে বিহারী ক্যাম্প পানি সরবরাহ লাইন পরিকল্পিত হবে বসানো হয়নি। ঢাকা ওয়াসা ঠান্ডা মাথায় মাস্তান ও চাঁদাবাজদের স্বার্থ রক্ষা করেছে। বিবিআরএ নেতা মিরপুরের সকল বিহারী ক্যাম্পের প্রতিটি গলিতে ওয়াসাকে পানির সরবরাহ লাইন বসানোর দাবি জানিয়েছেন।
ওয়াসার দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে বিবিআরএ প্রধান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিহারী নেতা নিয়াজ আহমদ খান উর্দুভাষী সমবেত জনতাকে দুষ্টু লোক ও পঞ্চম বাহিনীর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। দেশের প্রয়োজনে ক্যাম্পবাসি বিহারিগণ সর্বদাই অতন্দ্র প্রভীর দায়িত্ব পালন করবে বলে তিনি তার বক্তব্যে দাবি করেন।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় বিহারী নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেন যে ওয়াসার কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা ও স্থানীয় মাস্তান চক্রের কারণে ক্যাম্পে পানির সমস্যা দীর্ঘদিন ধরে বিরাজ করছে। ওয়াসা অফিসে অভিযোগ দিয়ে কোন লাভ হয় না। অনেক কর্মকর্তা ঘুষ পাওয়ার আশায় সমস্যা বাঁচিয়ে রাখেন। বিহারী ক্যাম্পবাসিগণ তাদের বক্তব্যে পানির ভরা মৌসুমে পানির ঘাটতি কি করে হয় তা সরকারের নিকট জানতে চেয়েছেন। দু'ঘণ্টা স্থায়ী অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিহারী ক্যাম্পের মোহাম্মদ সনু, কালাম, সেলিম, আজগর, শাকিলা, খুরশিদ, আব্দুল হামিদ প্রমুখ।
আ. দৈ./কাশেম