শনিবার, ২৬ এপ্রিল ২০২৫,
১৩ বৈশাখ ১৪৩২
ই-পেপার

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
সারাদেশ
মিরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে ফুল, নির্দেশনা পেলেই ব্যবস্থা
চট্টগ্রাম প্রতিনিধি
Publish: Wednesday, 26 March, 2025, 1:45 PM  (ভিজিট : 73)

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১৪৪ ধারা ভেঙে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়েছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থকরা। এ সময় ২ শতাধিক নেতাকর্মী অংশ নেন।এ ঘটনায় কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার দুপুর ১২টায় ১৪৪ ধারা ভেঙে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন।

১৪৪ ধারা ভঙ্গের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজ জেরিন। তিনি বলেন, ‘আমরা ১৪৪ ভঙ্গ করে মিছিলের ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছি।কর্তৃপক্ষের নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

জানতে চাইলে শহীদ মিনারে দায়িত্বরত এসআই আলাউদ্দিন বলেন, ‘১৪৪ ধারা ভঙ্গ করে একটি মিছিল নিয়ে ফুল দিয়ে চলে গেছে বিএনপির এক পক্ষ। আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি।’ 

এর আগে স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘিরে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।বুধবার সকাল ৮টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত উপজেলা পরিষদের ৫০০ গজের মধ্যে এ আদেশ কার্যকর থাকবে বলে জানান মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন। 

জানা গেছে, বুধবার সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও তার নেতাকর্মীদের। অন্যদিকে বেলা ১১টায় একই স্থানে শ্রদ্ধা নিবেদন করবেন উপজেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ।

উভয় পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করে। পরে পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও পাঁচজনের অধিক চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের ওপর এ আদেশ প্রযোজ্য হবে না বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

আ.দৈ/আরএস
   বিষয়:  মিরসরাইয়ে   ১৪৪ ধারা   ভেঙে   শহীদ   মিনারে   ফুল   নির্দেশনা   পেলেই   ব্যবস্থা  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পাঁচ বছর আগে অপহরণ হওয়া স্কুলছাত্র নিজেই ফিরল বাসায়
রাজনীতির চেয়ারে ঘুণপোকা ধরেছে, এটি সংস্কার করা প্রয়োজন: ব্যারিস্টার ফুয়াদ
বৈষম্য নিরসন ও ৩ দফা দাবিতে ইবিতে বিক্ষোভ সমাবেশ
ইবিতে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
নিজ দেশেই ‘বোমা’ ফেলল ভারতীয় বিমান বাহিনী
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ডিএনসিসিতে বর্জ্যব্যবস্থাপানা বিভাগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার ভিডিও প্রকাশ
পদত্যাগ করলেন আটাবের সবুজ মুন্সী
ঢাকা দুই সিটিতে আওয়ামী দোসর ও দুর্নীতিবাজদের রক্ষায় বিএনপির ব্যাপক তদবির
রানা প্লাজা ট্রাজেডির ১২ বছর , তবু মেলেনি বিচার, নিশ্চিত হয়নি ক্ষতিপূরণ
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝