‘মোস্ট ইনোভেটিভ ডিজিটাল ব্যাংক বাংলাদেশ’ পুরস্কারে ভূষিত হয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক ফাইন্যান্স ম্যাগাজিন আয়োজিত ইন্টারন্যাশনাল ফাইনান্স ব্যাংকিং অ্যাওয়ার্ডস ২০২৫-এ ইবিএল এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করে।
বুধবার (৩০ জুলাই) বিজ্ঞপ্তিতে জানান হয়, এই পুরস্কার ইবিএলকে দেওয়া হয়েছে উদ্ভাবনী ডিজিটাল ব্যাংকিং সেবা, ঝামেলামুক্ত লেনদেন, ব্যবহারবান্ধব মোবাইল অ্যাপ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সমাধানের জন্য। গ্রাহককেন্দ্রিকতা এবং সহজে ব্যবহারযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকটি দেশে প্রযুক্তি-নির্ভর ব্যাংকিং খাতে নতুন মানদণ্ড তৈরি করেছে।
ইবিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন। আমরা সবসময় চেষ্টা করি নিরাপদ, উন্নত ও সহজ ডিজিটাল সেবা নিশ্চিত করতে। বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত।”
গ্রাহকদের অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং ডিজিটাল ব্যাংকিংকে আরও সহজলভ্য করতে ইস্টার্ন ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।