ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উদাখালি ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এই উৎসবমুখর নাইট টুর্নামেন্টে স্থানীয় যুবসমাজ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে স্মৃতির অমলিন রেখাকে সম্মানিত করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কামরুজ্জামান সোহাগ, সদস্য গাইবান্ধা জেলা বিএনপি।
নাইট টুর্নামেন্টের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক, ফুলছড়ি উপজেলা বিএনপি,আনিছুর রহমান, সাধারণ সম্পাদক, উদাখালী ইউনিয়ন বিএনপি,আব্দুল মান্নান মিয়া, সাংগঠনিক সম্পাদক, উদাখালি ইউনিয়ন বিএনপি,জাহিদুল ইসলাম, আহবায়ক, উদাখালি ইউনিয়ন যুবদল,এনামুল হক তিতাস, সদস্য সচিব, উদাখালি ইউনিয়ন যুবদল। রায়হান মাহমুদ রাহুল সাধারণ সম্পাদক উদাখালি ইউনিয়ন ছাত্রদল,
অনুষ্ঠানের মধ্য দিয়ে মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে বরণ করে ফুটবল খেলার মাধ্যমে স্পোর্টসম্যানশিপ, দলবদ্ধতা ও একতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন বয়সের তরুণ খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন এবং দর্শকরা আনন্দের সাথে এই স্মরণাত্মক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
উদাখালি ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ রাহুল জানিয়েছেন, এই জাতীয় ও স্থানীয় আয়োজন শুধুমাত্র খেলার মঞ্চ নয়, বরং স্মৃতির আলোকে একসাথে মিলিত হওয়ার, একে অপরকে উৎসাহিত করার ও ভবিষ্যতের স্বপ্ন গড়ে তোলার এক অনন্য উদাহরণ। এরূপ সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম আগামী দিনগুলিতে আরও বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে তরুণ প্রজন্মে দেশপ্রেম, ঐক্য ও সৃজনশীলতার স্পন্দন বয়ে ওঠে।