বাংলাদেশ কোস্ট গার্ডের ঢাকা জোনের অধিনে মাওয়া ও পাগলা বিসিজি স্টেশনে প্রতিনিয়ত মাছ বহনকারি ট্রাক থেকে মাছলুট, ড্রাইভার এবং হেলপারের নির্যাতনের অভিযোগে মানববন্ধন করেছেন সাতক্ষীরা জেলা মৎস্য ট্রান্সপোর্ট মালিক ও ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা।
আজ শনিবার (৯ই নভেম্বর) দুপুর ১২টায় শহরের সুলতানপুর মাছ বাজারে মাওয়া বিসিজি স্টেশনের জিনায়েত হোসেন ও পাগলা বিসিজি স্টেশানের মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে সংঘটিত মাছ লুটের অভিযোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাওয়া ও পাগলা বিসিজি স্টেশনের প্রধান সোর্স রাজিবের সহযোগীতায় মাছ বহনকারী ট্রাক থেকে নিয়মিত মাছ লুট করা হচ্ছে। মাছে পুশ করা আছে বলে তারা ভেটকি,ভঙ্গান, ট্যাংরা, পেশশেসহ দামি দামি সাদা মাছ লুট করছে। প্রতিবাদ করলে হ্যান্ডক্যাপ পড়িয়ে অন্ধকার বাগানে বসিয়ে করে অমানবিক নির্যাতন। এই লুটের কারণে মৎস্য ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং তাদের ব্যবসা পরিচালনা করতে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। মানববন্ধনে বক্তারা আরও বলেন, এই ধরনের অনৈতিক কার্যকলাপ বন্ধ করতে এবং মৎস্য ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত বর্তমান অর্ন্তরবর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মাওয়া ও পাগলা বিসিজি স্টেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যাক্তিদের শাস্তি দাবি জানিয়ে বক্তারা বলেন, এই ধরনের কার্যকলাপ দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এবং এটি বন্ধ না হলে মৎস্য ব্যবসায়ীরা তাদের জীবিকা হারাবেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।
মৎস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৎস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ জয়নাল আবেদীন, আবু জাফর, রোকনুজ্জামান, রহমত উল্লাহ, উত্তম বাবু, রনো বাবু প্রমুখ। উপস্থিত ছিলেন, মৎস্য ট্রান্সপোর্ট ব্যবসায়ী রহমত আলী, বিশ্বনাথ মেম্বার, শান্তি, আব্দুস সামাদ, ক্ষুদ্র মাছ ব্যবসায়ী রবিউল ইসলাম, চয়ন ফিসের কুশ, সুকুমার বিশ্বাস, মিন্টু, তাইজুল বিশ্বজিৎ দাস, ইউনুস আলী, বাপ্পী প্রমুখ।
এবিষয়ে ব্যবসায়ীরা কোস্ট গার্ডের মহাপরিচালক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন বলে জানান।
আ. দৈ. /কাশেম/মোস্তফা