মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫,
১৪ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
বিশেষ সংবাদ
সাবেক বাহিনীর প্রধান হান্নান-স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের ২ মামলা দুদকের
নিজস্ব প্রতিবেদক
Publish: Sunday, 27 July, 2025, 7:25 PM  (ভিজিট : 10)

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিমান বাহিনীর প্রভাবশালী সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে প্রায় সোয়া ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও  ৩৮ব্যাংকে ২৮ কোটি ৮০ লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের সুনিদিষ্ট অভিযোগে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

 আজ রোববার (২৭ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক তানজির হাসিব সরকার বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন  গণমাধ্যমকে এইবিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের প্রথম মামলায় সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে মোট ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার নামে থাকা ৬টি ব্যাংক হিসাবে মোট ১৪ কোটি ৮ লাখ ৫৭ হাজার ১৪৫ টাকা জমা ও ১৩ কোটি ৫৫ লাখ ৯ হাজার ৫৫৬ টাকা উত্তোলনসহ প্রায় ২৭ কোটি ৬৩ লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। 

এজাহারে বলা হয়, সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অপরাধলব্ধ এই অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিংয়ের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত বলা হয়েছে। আরএসব অভিযোগের ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়েরের করেছে।

দুদকের দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে তাহমিদা বেগম এবং তার স্বামী শেখ আব্দুল হান্নানকে। ওই মামলার এজাহারে বলা হয়েছে, তাহমিদা বেগম জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা বলা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গত ৬ মে আদালতের নির্দেশনায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের জমিসহ তিনটি ফ্ল্যাট ক্রোক ও ৬টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়।

ক্রোক আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে, খিলক্ষেতে ৬ তলা ভবনের ৬ষ্ঠ তলার ৬৯৯ বর্গফুট ও ৮২৩ বর্গফুটের দুটি ফ্ল্যাট, মিরপুরের ডিওএইচ এলাকায় ২২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, মিরপুরের সামরিক অফিসার আবাসিক প্রকল্পের নির্মাণাধীন ৭ তলা ভবন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৭ শতকের বেশি ২ দলিলের জমি। গত ৫ মে শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে সানজিদা আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত।

এর আগে দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের ভিত্তিতে বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান ও পরিবারের ৩৮ ব্যাংক হিসাব জব্দ,বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। একই সঙ্গে আদালতের নির্দেশে তাদের ৩৮টি ব্যাংক হিসাব ফ্রিজ এবং ঢাকার অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট ও জমি জব্দ করা হয়। এসব পদক্ষেপের ফলে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা কিছুটা হলেও কমে এসেছে বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।

আ. দৈ. /কাশেম







আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউটের কারণ জানালেন সালাহউদ্দিন (ভিডিও)
এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
হুদা কমিশনের বিরুদ্ধে সাড়ে ৭ কোটি টাকা লোপাটের অভিযোগ, অনুসন্ধানে দুদক
আগামীকাল ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা
লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

মাইলস্টোন ট্র্যাজেডি : নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা
গণপূর্তে আবার ইসকনের থাবা, অজন্তার তদ্বিরে দিশেহারা গণপূর্ত অধিদপ্তর
সীমান্ত ব্যাংক এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পানির জন্য পল্লবীতে বিহারীদের সড়ক অবরোধ
বড় মেয়ের পালিয়ে বিয়ের জেরে, ছোট মেয়েকে ৪ বছর ঘরবন্দি করে রাখলেন বাবা
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝