গণপূর্তে আবার ইসকনের হানা। এবার সংখ্যালঘু এক উপদেষ্টাকে কৌশলে ব্যবহার করে গণপূর্ত অধিদপ্তরের গুরুত্বপূর্ণ কাঠের কারখানা বিভাগে বদলির জন্য জোর তৎপরতা চালাচ্ছেন ইসকনের সক্রিয় সদস্য অজন্তা শুক্লা তন্মা নামের এক নির্বাহী প্রকৌশলী। যিনি চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু গ্রেফতারের পর ইসকন সদস্য কর্মকর্তাদের বৈঠকে যোগদান করেছিলেন।
গণপূর্ত কাঠের কারখানা হচ্ছে এমনই এক ডিভিশন যা প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, বঙ্গভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও সংস্থার আসবাবপত্র সরবরাহ করে থাকে। ইসকন এই সুযোগ নিয়ে ভিভিআইপি ও ভিআইপি এলাকায় নাশকতা করার চেষ্টা করতে পারে। কোনো দিন ওয়ার্কিংয়ে কাজ না করা এই কর্মকর্তাকে পদায়নের প্রচেষ্টা এতোটাই তীব্র যে, গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ ব্যবস্থাপনা হিমশিম খাচ্ছে। তদ্বিরের এই প্রচেষ্টায় নিজেদের অনিচ্ছায় যুক্ত হচ্ছেন মন্ত্রণালয়ের দু’জন অতিরিক্ত সচিবও।
গণপূর্ত অধিদপ্তর সূত্র জানিয়েছে, অজন্তা শুক্লা তন্মা ছায়ানটের শিল্পী ছিলেন। গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা ও সঙ্গীত পরিবেশন করে থাকেন। সুন্দরী ও সাংস্কৃতিক মনা অজন্তা কখনো গণপূর্ত অধিদপ্তরের বাইরে কোনো ওয়ার্কিং ডিভিশনে কাজ করেননি। মাঠের কাজের কোনো অভিজ্ঞতা না থাকলেও কিভাবে তদ্বির করে গণপূর্ত ভবনে চাকরি করতে হয় তা ঠিকই রপ্ত করেছেন। অথচ গণপূর্ত অধিদপ্তর পুরো দেশ ব্যাপী একটি সরকারি সেবা দানকারী প্রতিষ্ঠান। সারাদেশেই তাদের অফিস থাকলেও তিনি কখনো ঢাকার বাইরে কোথাও কাজ করেননি।
৫ আগস্টের পট পরিবর্তনের পর গণপূর্ত অধিদপ্তরে ইসকন সংশ্লিষ্ট কর্মকর্তাদের যেখানে ঢাকার বাইরেসহ ডিপার্টমেন্টের বাইরেও প্রেষণে পাঠানো হয়েছে সেখানে হঠাৎই ইসকন সংশ্লিষ্ট অজন্তাকে গুরুত্বপূর্ণ জায়গায় পদায়নের প্রচেষ্টাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। বলা হচ্ছে, এটা একটি সুদুরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে পদায়নের চেষ্টা করা হচ্ছে। তা-ও আবার সুনির্দিস্ট কর্মস্থলকে টার্গেট করে। গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ পর্যায় থেকে বিকল্প কোনো ডিভিশনকে পছন্দ করতে বলা হলেও তিনি একটি সুনির্দিস্ট জায়গাকেই টার্গেট করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, অর্ন্তবর্তীকালীন সরকারে সংখ্যালঘু কোঠায় নিয়োগ পাওয়া উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার গণপূর্তের ডিজাইন ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অজন্তা শুল্কা তন্মাকে একটি ওয়ার্কিং ডিভিশনে পদয়নের সুপারিশ করেন। সেই সুপারিশের সূত্র ধরেই ঝোপ বুঝে কোপ মারার মতো করে গণপূর্ত কাঠের কারখানা বিভাগকে টার্গেট করেছেন অজন্তা শুল্কা তন্মা। গত এক সপ্তাহ ধরে এই সুপারিশ নিয়েই টালমাটাল গণপূর্ত অধিদপ্তর।
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শামীম আখতার এ প্রতিবেদককে বলেছেন, তাকে পদায়নের একটি সুপারিশ রয়েছে। কাজের গুরুত্ব বিবেচনায় তাকে পদায়ন করা হবে। এ ব্যাপারে অজন্তা শুক্লা তন্মার সঙ্গে যোgccjগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে লাইন কেটে দেন।
আ.দৈ/আরএস / একে