এনআরবিসি ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ২০৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।
এসময় স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, স্বতন্ত্র পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো: শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব উপস্থিত ছিলেন।
পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন এবং ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের ৩০ জুন শেষে ব্যাংকের এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা এবং সমন্বিতভাবে ইপিএস দাঁড়িয়েছে ০.০৮ টাকায়। এককভাবে মোট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৯ কোটি টাকা এবং সমন্বিতভাবে এনএভি হয়েছে ১ হাজার ৩৮১ কোটি টাকা।
আলোচ্য সময়ে এককভাবে শেয়ারপ্রতি এনএভি হয়েছে ১৬ টাকা ১৬ পয়সা এবং সমন্বিত হিসাবে শেয়ার প্রতি এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সায়। এছাড়া এককভাবে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লোশ হয়েছে ১৮ টাকা ৪৭ পয়সা এবং সমন্বিতভাবে ক্যাশ ফ্লো হয়েছে ১৮ টাকা ৩৮ পয়সা।