শুক্রবার, ১ আগস্ট ২০২৫,
১৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ১ আগস্ট ২০২৫
সারাদেশ
পটুয়াখালীর গলাচিপায় ভিপি নুরুল অবরুদ্ধ
ভিপি নুরকে বিএনপি অবরুদ্ধ উদ্ধার করেছে সেনাবাহিনী
ডেস্ক নিউজ
Publish: Friday, 13 June, 2025, 12:46 PM  (ভিজিট : 67)

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরকে উদ্ধার করেছে সেনাবাহিনী।  গতকাল বৃহস্পতিবার (১২ জুন) বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় গাছ ফেলে ভিপি নুরকে উপজেলার বকুল বাড়িয়ায় রাত ১১টা থেকে অবরুদ্ধ করে রেখেছে।  পরে সেনাবাহিনী তাকে উদ্ধার করেন।

জানা যায়, গলাচিপা উপজেলার চার কাজল ইউনিয়নে স্থানীয় বিএনপি এবং গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর, দফায় দফায় পালটাপালটি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই হামলা ভাঙচুর ও সংঘর্ষে উভয় দলের কমপক্ষে অর্ধশত মানুষ আহত হয়েছেন। উভয় দলের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিবাদে গলাচিপা ও পটুয়াখালীতে বিএনপি-ছাত্রদল ও গণঅধিকার পরিষদ পালটাপালটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় গাছ ফেলে ভিপি নুরকে উপজেলার বকুল বাড়িয়ায় রাত ১১টা থেকে অবরুদ্ধ করে রেখেছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত দুই দলের এই হামলা-পালটা হামলার ঘটনা ঘটেছে। মধ্য রাতে অবরূদ্ধ ভিপি নুরুল হক নুরকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছান।

বিএনপির একাধিক নেতা জানান, ঈদুল আজহার পরে গলাচিপা ও দশমিনায় প্রকাশ্য সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুর স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের বিষাদাগার করেন। এঘটনায় তার নিজের ইউনিয়ন গলাচিপার চর কাজলে গত বুধবার রাতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে বাঁধে বিপত্তি।

নুরুল হক নুর তার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া একটি পোস্টে উল্লেখ করেন, গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে গুলতি (ছটকা), লোহার রড, রামদা নিয়ে তাদের পথরোধ করেন। এসময় স্থানীয় কয়েক জনকে মারধর করে দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার রাতে এঘটনার প্রতিবাদে চর কাজলে গণঅধিকার পরিষদও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এই বিক্ষোভ শেষে গণঅধিকার পরিষদ এর নেতাকর্মীরা বৃহস্পতিবার রাত ৮টার দিকে চর কাজল বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় উভয় দলের হামলা পালটা হামলায় দুই দলেরই প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন।

এঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো গলাচিপা উপজেলায় এক উত্তেজনা কর পরিস্থিতির সৃষ্টি হয়। গলাচিপা, চরকাজল পটুয়াখালীসহ বিভিন্ন এলাকায় পালটাপালটি বিক্ষোভ সমাবেশে করে দুই দলই। মধ্যরাতে গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নুরকে মধ্যরাত পর্যন্ত অবরুদ্ধ করে রাখে  বিএনপি নেতাকর্মীরা।

এসময় তারা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে জানান গণঅধিকার পরিষদের একনেতা। পরে মধ্যরাতে সেনাবাহিনী সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। সেনাবাহিনী ও পুলিশের কাছ থেকে কোনো সহযোগীতা না পেয়ে গলাচিপা ডাকবাংলোতে রাত্রী যাপনের উদ্দেশ্যে রওনা হন নুর।

গলাচিপা-দশমিনার বিএনপি নেতাদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। বকুলবাড়িয়ায় অবরুদ্ধ ভিপি নুরুল হক নুরকে উদ্ধারে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন দলীয় নেতাকর্মীদের।

এদিকে ভিপি নুরুল হক নুর গাতাবুনিয়া এক সভায় বলেন, হাসান মামুন এর নির্দেশে তার নিজের এলাকায় হামলা শিকারের ঘটনায় তিনি লজ্জিত। বিএনপির শীর্ষ নেতৃত্ব তাকে সহায়তায় করার জন্য চিঠি দিলেও তাদের ওপর হামলা করা হলো। যেই সাহস বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগও দেখায়নি। জুলাই বিপ্লবের উত্তাল দিনেও তার বাড়ি ঘরে আওয়ামী লীগ একটি ঢিলও ছুড়েনি। ২০২৪ এর নতুন স্বাধীনতার পর আজ এলাকায় আমাদের ওপর হামলার ঘটনায় বিএনপির শীর্ষ নেতৃত্ব লজ্জিত কিনা আমি জানি না। তবে জাতি আজ লজ্জিত হয়েছে।

অন্যদিকে গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহালম জানান, ভিপি নুর ভাইয়ের নিজের ইউনিয়ন চর বিশ্বাস ও চর শিবায় গণঅধিকার পরিষদের সকল কার্যালয় ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা। এ হামলায় তার ছোট ভাই আমিনুল ইসলাম নুরসহ গণঅধিকার পরিষদের প্রায় ২৫/৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি জানান, পটুয়াখালী একটি শান্ত জেলা। এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা হানাহানি নাই। কিন্তু গণঅধিকার পরিষদ এর সভাপতি ভিপি নূর গত কয়েক দিন ধরে স্থানীয় বিএনপির উত্তেজনাকর কিছু বক্তব্যের জের ও বৃহস্পতিবার রাতে গলাচিপার চর কাজলে বিএনপি অফিসে হামলা ভাঙচুর করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারপরও আমাদের সকল দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ জানিয়েছেন, বিএনপি ও গণঅধিকার পরিষদ মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

আ. দৈ./ কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আগারগাঁও-কারওয়ান বাজার ‘জুলাই আর্ট ওয়ার্কের উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের কুমিল্লা জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত
রাজনৈতিক গোপন বৈঠকে অংশ গ্রহণ, মেজর সাদিকের বিচারে তদন্ত আদালত গঠন
শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান,বাড়ছে যানজট
ডোনাল্ড ট্রাম্প ও ড.ইউনূসের সরকারকে জামায়াত আমিরের ধন্যবাদ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

কমার্স ব্যাংকের এমডি মোশারফ হোসেনকে অপসারণ
দুর্নীতির দায়ে বহিষ্কৃত ওমর ফারুক এমডি হতে মরিয়া
কুষ্টিয়ায় শিক্ষার্থী সাজিদের মৃত্যুর কারণ উদঘাটনের পক্ষে ইবি উপাচার্য
জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ: সালাহউদ্দিন
জুলাই শুধু স্বৈরাচার মুক্তির নয়, পুনর্জন্মেরও মাস: প্রধান উপদেষ্টা
সারাদেশ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝