গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর কাজীবাড়ি এলাকায় একটি পুকুর থেকে শফিকুল ইসলাম (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি, তবে ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করে টঙ্গী জোনের কাউন্টার টেরোরিজম অ্যান্ড স্পেশাল ব্রাঞ্চ (সিটিএসবি)। তারা জানায়, রোববার (১৯ মে) রাত ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিটের মধ্যে সময়ে স্থানীয় বাসিন্দারা পুকুরে একটি শিশুর মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজিদ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
নিহত শফিকুলের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার কৃষ্ণ ডেভি চর গ্রামে। তবে তার পরিবার সাম্প্রতিক সময় গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর কাজীবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। শিশুটির পিতার নাম ইব্রাহিম খলিল এবং মায়ের নাম হাসিনা বেগম। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত চলছে। এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” শিশুটির অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে ‘রহস্যজনক’ বললেও, পুলিশ এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আ. দৈ. /কাশেম