মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং দেশের প্রথম সারির ডিজিটাল হিসাব ও পেমেন্ট প্ল্যাটফর্ম টালিখাতা এখন একসাথে কাজ করবে দেশের লাখ লাখ ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য। সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে তৈরি এই অংশীদারিত্বের মূল লক্ষ্য - ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে অ্যাকাউন্ট খোলা, লেনদেন, সঞ্চয় এবং ঋণের সুবিধা সহজ করে দেওয়া।
এই কৌশলগত অংশীদারিত্বে, মিডল্যান্ড ব্যাংক এর এডভান্সড অচও ব্যবহার করে অভিনব ব্যাংকিং সেবা দিবে টালিখাতার ডিজিটাল ওয়ালেট টালি’পে যা বাংলাদেশ ব্যাংক এর পেমেন্ট সার্ভিস প্রোভাইডার। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরা সহজেই একাউন্ট খোলা, ডিজিটাল লেনদেন সহ নানান ব্যাংকিং সেবা নিতে পারবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি মিডল্যান্ড ব্যাংক-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মিডল্যান্ড ব্যাংক-এর পক্ষে ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান এবং টালিখাতা-এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. শাহাদাত খান চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়াও টালিখাতা থেকে চিফ বিজনেস অফিসার মো. আবু তালেব, চিফ গ্রোথ অফিসার মুহাম্মদ আওলাদ হোসেন, স্ট্র্যাটেজি প্রধান মো. জহিরুলি ইসলাম; মিডল্যান্ড ব্যাংক থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. জাহিদ হোসেন, প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. নাজমুল হুদা সরকার, রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আকতার, ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো. হাসিবুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টালিখাতা-এর সিইও ড. শাহাদাত খান বলেন, “মিডল্যান্ড ব্যাংক-এর সঙ্গে এই অংশীদারিত্বে আমরা অনেক আনন্দিত। তাদের ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের আরও ভালোভাবে সেবা দিতে সাহায্য করবে এবং আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম আরও জোরদার করবে।”
মিডল্যান্ড ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদ হোসেন বলেন, “টালিখাতা-এর সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের ডিজিটাল ইনোভেশনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক আর্থিক অগ্রগতি ত্বরান্বিত করবে। আমরা একসাথে দেশের লাখো ব্যবসায়ীকে মূল ধারার ব্যাংকিং সেবা সেবা দিতে সক্ষম হব।”
এই অংশীদারিত্বের মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট (অ২অ) টাকা লেনদেন, মার্চেন্টদের জন্য ভার্চুয়াল অ্যাকাউন্ট সুবিধা, ঋঞ, ইঊঋঞঘ, জঞএঝ, ঘচঝই-এর মতো নেটওয়ার্কের সঙ্গে ইন্টিগ্রেশন, কার্ড পেমেন্ট, ঊগও সেবা, এজেন্ট ব্যাংকিং, ডিজিটাল ছোট ঋণ এবং সঞ্চয় সেবা।
এই উদ্যোগটি একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের সূচনা, যা আগামী দিনে আরও নতুন আর্থিক সেবার উদ্ভাবন এবং সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য টেকসই সমাধান নিয়ে আসবে।