শরি‘আহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের ৪১৪তম (বিশেষ) সভা আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ। সভায় অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ কে এম আবদুল আলীম, পরিচালক ও প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী, পরিচালক ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, ফেরদৌস আলী খান, জাহিদুল আলম, স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হাবিবুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ডিবিআই-৬) মোঃ আলাউদ্দীন হোসেন, অতিরিক্ত পরিচালক মোঃ আবু সুফিয়ান এবং সহকারী পরিচালক এস. এম. নাজমুল হক- এর উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় আরো অংশগ্রহণ করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, এফসিএস, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন, এফসিএস, হেড অব আসিসিডি তারিকুল ইসলাম এবং হেড অব অডিট শাহনুর মোঃ ওলিউল হাসান।