শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫,
৩০ কার্তিক ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
শিক্ষা
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ মানববন্ধন কর্মসূচি পালন
প্রাইম এশিয়া বিশ্ব. শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে বরিশাল বিশ্ব. মানববন্ধন
আব্দুল কাদের জীবন, বরিশাল বিশ্ববিদ্যালয়:
Publish: Monday, 21 April, 2025, 3:08 PM  (ভিজিট : 218)

রাজধানীর বনানীতে নির্মমভাবে খুন হওয়া প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

 আজ সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ছাত্রদল নেতা পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাসী হামলা।’ তারা বলেন, এ হামলায় সরাসরি জড়িত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও অভিযোগ করেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের সংগঠনটি এখন আর অরাজনৈতিক নেই। এটি একটি নব্য ফ্যাসিস্ট হিসেবে পরিণত হয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে প্রশাসনকে প্রভাবিত করছে। তাদের আচরণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো, আর তারা দেশে এক নতুন ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টা চালাচ্ছে।’

মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম নেতা আজমাইন সাকিব। তিনি বলেন, “ছাত্রদল নেতা পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করে সারা দেশের ছাত্রসমাজের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চলছে। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।”

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মাহমুদ ইমরান বলেন, “পারভেজ হত্যাকাণ্ড ছাত্র রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এমন সন্ত্রাস বারবার ঘটবে।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—মো. আব্দুল্লাহ নূর কাফি, জিয়াদুর রহমান, এ আরাফাত, ওসমান সাকিব, মো. রিফাত মাহমুদ, মো. সাজ্জাদ হোসেন, জাফর, মো. মিরাজ, মো. হাবিব, মো. হাসান, মো. হোসেন, আলভী, মো. সাকিব মিয়া, তুহিন, সায়মন, তাহমিদ হক মামুন ও সোহাগ প্রমুখ।

ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ‘ভবিষ্যতেও সকল অন্যায়, সন্ত্রাস ও নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে যাবে।’

আ. দৈ./ কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফরিদপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী সোহানের মৃত্যুদণ্ড
মেহেরপুরে বেড়াতে নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ, প্রেমিকসহ আটক-২
এনসিপির প্রার্থী কুমিল্লা-৪ আিসনে হাসনাত আবদুল্লাহ
আগে গণভোটসহ তিন দাবি ইসলামিক ৮ দলীয় জোটের
আগে গণভোট পরে জাতীয় নির্বাচন : এটিএম মাসুম
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটের পাশে বাসে অগ্নিকাণ্ড
আ’লীগের ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি,সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
সাঈদ খোকনসহ ৩জনে বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানিলন্ডারিং মামলা দুদকের
অপহ্নত ক্যামব্রিয়ান শিক্ষার্থী সুদীপ্তর লাশ উদ্ধার,গ্রেপ্তার-২
প্রতিবন্ধী একটি পরিবারের ৩ বছর বয়সী শিশু কিডনি রোগে আক্রান্ত, সাহায্যের আবেদন
শিক্ষা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝