কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ( ইবি) বিশেষায়িত গবেষণা ল্যাব সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের স্বার্থে সার্বক্ষণিক (২৪/৭) খোলা রাখার সিদ্ধান্তে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি ইজমাতুল ফেরদৌস ও সাধারণ সম্পাদক জুনাইদুল মোস্তফার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ইবি'র বিভিন্ন বিভাগের বিশেষায়িত গবেষণা ল্যাব ব্যবহারে বাধা প্রদানের অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগের প্রেক্ষিতে ইবি প্রক্টর কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রক্টর সংশ্লিষ্ট বিভাগসমূহের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ, ছাত্র ও সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, উক্ত ঘটনার বিষয়ে তিনি পূর্বে অবগত ছিলেন না এবং তথ্যগত অসংগতির কারণে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, যা অত্যন্ত দুঃখজনক। তিনি এ ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। আমরাও ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের পক্ষ থেকে এ ঘটনায় সৃষ্ট বিভ্রান্তির জন্য দুঃখ প্রকাশ করছি।
আলোচনার প্রেক্ষিতে প্রক্টর আশ্বাস দেন যে, গবেষণামুখী শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় বিশেষায়িত গবেষণা ল্যাবসমূহ সার্বক্ষণিক (২৪/৭) খোলা রাখার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট গুরুত্ব সহকারে উপস্থাপন করা হবে। একইসঙ্গে, এসব ল্যাব ব্যবস্থাপনায় বিভাগভিত্তিক একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও নিরাপত্তা রক্ষায় প্রবেশ- বহির্গমন বিষয়ক লগবুক সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত সাড়া ও শিক্ষার্থীবান্ধব দৃষ্টিভঙ্গির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমরা বিশ্বাস করি, এই আশ্বাসসমূহ অদূর ভবিষ্যতে বাস্তবায়িত হলে গবেষণার অনুকূল পরিবেশ প্রতিষ্ঠা পাবে এবং শিক্ষার্থীরা আরও উৎসাহ ও স্বাধীনতায় গবেষণামূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে। বিজ্ঞান, গবেষণা ও যৌক্তিক দাবির পক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব সবসময় সচেষ্ট ও সহযোদ্ধা থাকবে- এটাই আমাদের প্রতিশ্রুতি।
প্রসঙ্গত, ইবি'র বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংসহ একাধিক বিভাগে রাত ৮টার পর ল্যাব ব্যবহার বন্ধের অভিযোগ উঠেছিল। এর প্রেক্ষিতে ইবি সায়েন্স ক্লাব এসব অযৌক্তিক বাধার তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করে এবং সাম্প্রতিক এসকল ঘটনা ক্যাম্পাসের ইতিবাচক দৃষ্টান্তের সাথে সাংঘর্ষিক এবং অনাকাঙ্ক্ষি বলে উল্লেখ্য করেন তারা। একইসাথে গবেষণাকাজে নিরবচ্ছিন্ন ল্যাব-ব্যবহার নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
আ. দৈ. /কাশেম