রাজধানী ঢাকার সাভারে গত ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযান থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য ও ৫ মাদক ব্যবসায়ীসহ মোট ৮ জনকে আটক করেছে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
মঙ্গলবার (১৫ এপ্রিল)দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় পুলিশ। এর আগে গতকাল অভিযান চালিয়ে সাভারের বিভিন্ন স্থান থেকে তাদের কে আটক করা্ হয়।আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।
সংবাদ সম্মেলন থেকে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে সাভার মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে দুটি সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারীকে আটক করে। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কে চেক পোষ্ট বসিয়ে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুমনকে আটক করা হয়। এছাড়া, পৃথক আরো দুটি অভিযান পরিচালনা করে আমিনবাজার এলাকা থেকে আড়াই কেজি গাজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
সংবাদ সম্মেলন থেকে পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।