গাজীপুরের টঙ্গী মাজার বস্তিতে র্যাব-১ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি রিভলবার, চার রাউন্ড শর্টগানের গুলি, ১৯৫ গ্রাম হিরোইন, দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গতকাল ৯ এপ্রিল ভোররাতে টঙ্গী পূর্ব থানাধীন সেনকল্যাণ এলাকা থেকে সৈকতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহরিয়ার হোসেন সৈকত গত ৫ আগস্ট গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, সৈকত দীর্ঘদিন ধরে মাদক সম্রাট রবিউল ইসলাম ওরফে ‘কিং বাবু’র ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন। তিনি মাজার বস্তিতে নিয়মিত শোডাউনের মাধ্যমে এলাকায় ভীতি সৃষ্টি করতেন এবং একাধিক স্পটে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তার মোবাইল ফোন ফরেনসিক বিশ্লেষণ করে হানিট্র্যাপিং ও মাদক বিক্রির ভিডিও ও ছবি পাওয়া যায়।
এসব তথ্যের ভিত্তিতে র্যাব মাজার বস্তির নির্দিষ্ট কয়েকটি স্থানে অভিযান চালিয়ে একটি রিভলবার উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, অস্ত্রটি ভারতে তৈরি। এটি ‘কিং বাবু’র পরিচালিত একটি মাদক স্পট থেকে পাওয়া যায়, যেখানে সৈকত সেলসম্যান হিসেবে কাজ করতেন।
র্যাব জানায়, ওই এলাকায় আরও কয়েকটি স্পটে অভিযান চালিয়ে কিছু শর্টগানের গুলিও উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় ‘কিং বাবু’র মাদক স্পট থেকে মাদক সেবনরত অবস্থায় আরও পাঁচজনকে আটক করা হয়, যাদের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে। ল্যাব টেস্ট শেষে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে।
গ্রেপ্তারকৃত:
শাহরিয়ার হোসেন সৈকত (৩২), মোঃ শাহানুর আহমেদ অমিত (১৮), মোঃ হিরা (৩২), মোঃ বায়জিদ (২৭), মোঃ জাহিদ (১৯), মোঃ নূর ইসলাম (২৭)। উদ্ধারকৃত:
রিভলবার ১টি, শর্টগানের গুলি ৪ রাউন্ড, হিরোইন ১৯৫ গ্রাম, মোবাইল ফোন ২টি (১টি স্মার্টফোন, ১টি বাটনফোন), নগদ টাকা ১,৪০০ টাকা। র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আ, দৈ./ কাশেম