বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বাম্বা) এবার নববর্ষের শোভাযাত্রায় প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে। এ বছর শোভাযাত্রায় ২০০ গিটারিস্টসহ বাম্বা অংশগ্রহণ করবে এবং তারা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানিয়ে ‘ফ্রম দ্য রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ গানটি গাইবে এছাড়া, এক ড্রোন শোও আয়োজন করা হবে, যেখানে ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রদর্শনী থাকবে।
বাংলা নববর্ষ এবং পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার (৯ এপ্রিল) সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এসব তথ্য জানান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এ বছর পহেলা বৈশাখের শোভাযাত্রায় প্রথমবারের মতো বিভিন্ন জাতিগোষ্ঠীসহ প্রায় দুই শতাধিক ব্যান্ড মিউজিশিয়ানস অংশগ্রহণ করবে। ব্যান্ড মিউজিশিয়ানরা পৃথিবীর শান্তি কামনায়- বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য সকল শিল্পীরা সম্মিলিতভাবে একটি গান গাইবে। এই শোভাযাত্রায় ঢাকা এবং ঢাকার আশেপাশের সকল মিউজিশিয়ানদেরও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে। দীর্ঘদিনের সাংস্কৃতিক বিভাজন কাটিয়ে উঠতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়া, ছায়ানটের অনুষ্ঠান এবার সুরের ধারায় রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হবে। এবারের শোভাযাত্রায় কৃষকদের গুরুত্ব দেয়া হবে, যা পূর্বে শোভাযাত্রায় খুব একটা প্রতিফলিত হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে আগামী রবিবার (১৩ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে ‘ব্যান্ড শো’। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদলগুলো।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামী সোমবার (১৪ এপ্রিল) ‘শোভাযাত্রা’ বের করা হবে। বিকেলে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হবে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ এবং ‘ড্রোন শো’। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হবে ‘বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান’।