আসছে ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আল্লাহ চাইলে সব কিছু ভালো হবে।
এর আগেও দুইটি অভিযান হয়েছে, আবার নতুন করে এসবির অভিযান পরিচালনা করা হচ্ছে, সে বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা ডিএমপি থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে, এটা পুরো বাংলাদেশে না, শুধু ডিএমপিতে চলবে। সে বিষয়ে ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা ভালো জানতে পারবেন।
কেন এ অভিযান প্রয়োজন হলো, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন অভিযানের পরিকল্পনা করা হয়। ধরেন আপনাদের প্রয়োজনে আজকে আমাকে ধরে প্রশ্ন করছেন এ রকমই। প্রয়োজন হয়েছে বলেই ধরেছেন৷ ডিএমপির অভিযানের ব্যাপারে আপনারা ডিএমপি কমিশনারের কাছে যান৷
৫ আগস্ট নিয়ে কোনো ধরনের নিরাপত্তার হুমকি আছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, না, ৫ আগস্ট নিয়ে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা নেই। সব কিছু আল্লাহ দিলে ভালো হবে।
বাংলাদেশের পাসপোর্ট ইস্যুতে বিভিন্ন দেশ থেকে ভিসা বাতিল ও অনঅ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনঅ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না, যেসব দেশের সঙ্গে আমাদের অনঅ্যারাইভাল ভিসার চুক্তি আছে তাদের আমরা ভিসা দিচ্ছি। যাদের সঙ্গে আমাদের চুক্তি নেই তাদের তো আমরা ভিসা দেবো না।
মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন, তাদের কোনো আপডেট আপনাদের কাছে আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার একটা টিম এসেছিল। তারা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল৷ এক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন চুক্তি থাকে সেসব বিষয় নিয়ে তারা আলাপ করেছে।
রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় কী ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, যারা সেখানে গেছেন তাদের সবাইকে আমরা আইনের আওতায় আনবো।