শুক্রবার, ১ আগস্ট ২০২৫,
১৭ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ১ আগস্ট ২০২৫
সারাদেশ
বিএনপির হাত ধরে অন্যান্য দল রাজনীতি করার সুযোগ পেয়েছে’
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Publish: Saturday, 5 April, 2025, 6:15 PM  (ভিজিট : 145)

কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি। কোনো অনির্বাচিত সরকার, অনির্বাচিত গোষ্ঠি, অদৃশ্য শক্তি যদি গণতন্ত্রের পথ বন্ধ করতে চায়, মানুষের ভোটের অধিকার নষ্ট করতে চায়, আবারো সেই জুলুমবাজির চিন্তা করে, বিনা ভোটে মানুষের সমর্থন ছাড়া গদিতে থাকার চিন্তা করে তাদেরকে হঁশিয়ার-সাবধান করে দেই। বাংলাদেশের বিএনপির কোটি কোটি নেতাকর্মী কিন্তু চুপ করে থাকবে না।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর সূর্য কুমার দাশ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এই কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এই জনসভা আয়োজন করা হয়।

এসময় তিনি আরো বলেন, কথায় কথায় বিএনপির দোষ ধরে। বিএনপি নাকি নির্বাচন নির্বাচন করে। বিএনপিতো গণতান্ত্রিক দল। বিএনপিতো কোন আন্ডারগ্রাউন্ড পার্টি না। বিএনপি হল একমাত্র দল যার হাত ধরে অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে নির্বাচন চায় নির্বাচন চায় বলে তাচ্ছিল্য করবেন আমরা হাতে চুড়ি পরে বসে থাকব না।

বিএনপির নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি বিশাল দল, সমুদ্রের মত। কমিটিতে থাকে অল্প কিছু মানুষ। তার বাইরে যে বিএনপির জনসমর্থন। সেটা কমিটির ভয় দেখিয়ে কেড়ে নিতে পারবেন না। মানুষ দেখেছে ১৭ বছর কারা যুদ্ধ করেছে। মানুষ দেখেছে কাদের নামে মামলা হয়েছে। কারা জেল খেটেছে। কারা টকশোতে গিয়ে হাসিনার চেহারা মানুষের সামনে খুলে দিয়েছে। তাই ১৭ বছর যারা কষ্ট করেছে তাদেরকে ভয় দেখান, তাদেরকে হুমকী দেন আমার নেতাকর্মীরাই যথেষ্ট। আপনাদের উচিত জবাব দেওয়ার জন্য।

বিএনপির কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই। আমাদের অনেক জনসমর্থন, মানুষ অস্থির হয়ে আছে আমাদেরকে ভোট দিবে। কিন্তু সেই ভোটটাতো আমাদের ঘরে তুলতে হবে। সুতরাং এই ভোট আমরা যতক্ষণ পর্যন্ত ঘরে তুলতে না পারছি মানুষের ভালবাসা ও সমর্থনের ফসল যতক্ষণ না আমরা ঘরে তুলতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।

রুমিন ফরাহানা বলেন, যেখানেই বাংলাদেশ সেখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যেখানে বাংলাদেশ সেখানেই খালেদা জিয়া। যেখানেই বাংলাদেশ সেখানেই জনাব তারেক রহমান। সুতরাং আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করেন। আমাদের হাতকে শক্তিশালী করেন। ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো থাকবে আপনারা ভাল থাকবেন।

লালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি লস্কর দেওয়ান জামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক প্রমুখ।

আ.দৈ/আরএস

   বিষয়:  বিএনপির   হাত   ধরে   অন্যান্য   দল   রাজনীতি   করার   সুযোগ   পেয়েছে’   
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আগারগাঁও-কারওয়ান বাজার ‘জুলাই আর্ট ওয়ার্কের উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের কুমিল্লা জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত
রাজনৈতিক গোপন বৈঠকে অংশ গ্রহণ, মেজর সাদিকের বিচারে তদন্ত আদালত গঠন
শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান,বাড়ছে যানজট
ডোনাল্ড ট্রাম্প ও ড.ইউনূসের সরকারকে জামায়াত আমিরের ধন্যবাদ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

কমার্স ব্যাংকের এমডি মোশারফ হোসেনকে অপসারণ
দুর্নীতির দায়ে বহিষ্কৃত ওমর ফারুক এমডি হতে মরিয়া
কুষ্টিয়ায় শিক্ষার্থী সাজিদের মৃত্যুর কারণ উদঘাটনের পক্ষে ইবি উপাচার্য
জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ: সালাহউদ্দিন
জুলাই শুধু স্বৈরাচার মুক্তির নয়, পুনর্জন্মেরও মাস: প্রধান উপদেষ্টা
সারাদেশ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝