কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি। কোনো অনির্বাচিত সরকার, অনির্বাচিত গোষ্ঠি, অদৃশ্য শক্তি যদি গণতন্ত্রের পথ বন্ধ করতে চায়, মানুষের ভোটের অধিকার নষ্ট করতে চায়, আবারো সেই জুলুমবাজির চিন্তা করে, বিনা ভোটে মানুষের সমর্থন ছাড়া গদিতে থাকার চিন্তা করে তাদেরকে হঁশিয়ার-সাবধান করে দেই। বাংলাদেশের বিএনপির কোটি কোটি নেতাকর্মী কিন্তু চুপ করে থাকবে না।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর সূর্য কুমার দাশ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এই কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এই জনসভা আয়োজন করা হয়।
এসময় তিনি আরো বলেন, কথায় কথায় বিএনপির দোষ ধরে। বিএনপি নাকি নির্বাচন নির্বাচন করে। বিএনপিতো গণতান্ত্রিক দল। বিএনপিতো কোন আন্ডারগ্রাউন্ড পার্টি না। বিএনপি হল একমাত্র দল যার হাত ধরে অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে নির্বাচন চায় নির্বাচন চায় বলে তাচ্ছিল্য করবেন আমরা হাতে চুড়ি পরে বসে থাকব না।
বিএনপির নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি বিশাল দল, সমুদ্রের মত। কমিটিতে থাকে অল্প কিছু মানুষ। তার বাইরে যে বিএনপির জনসমর্থন। সেটা কমিটির ভয় দেখিয়ে কেড়ে নিতে পারবেন না। মানুষ দেখেছে ১৭ বছর কারা যুদ্ধ করেছে। মানুষ দেখেছে কাদের নামে মামলা হয়েছে। কারা জেল খেটেছে। কারা টকশোতে গিয়ে হাসিনার চেহারা মানুষের সামনে খুলে দিয়েছে। তাই ১৭ বছর যারা কষ্ট করেছে তাদেরকে ভয় দেখান, তাদেরকে হুমকী দেন আমার নেতাকর্মীরাই যথেষ্ট। আপনাদের উচিত জবাব দেওয়ার জন্য।
বিএনপির কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই। আমাদের অনেক জনসমর্থন, মানুষ অস্থির হয়ে আছে আমাদেরকে ভোট দিবে। কিন্তু সেই ভোটটাতো আমাদের ঘরে তুলতে হবে। সুতরাং এই ভোট আমরা যতক্ষণ পর্যন্ত ঘরে তুলতে না পারছি মানুষের ভালবাসা ও সমর্থনের ফসল যতক্ষণ না আমরা ঘরে তুলতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
রুমিন ফরাহানা বলেন, যেখানেই বাংলাদেশ সেখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যেখানে বাংলাদেশ সেখানেই খালেদা জিয়া। যেখানেই বাংলাদেশ সেখানেই জনাব তারেক রহমান। সুতরাং আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করেন। আমাদের হাতকে শক্তিশালী করেন। ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো থাকবে আপনারা ভাল থাকবেন।
লালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি লস্কর দেওয়ান জামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক প্রমুখ।