বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩৯ নং ওয়ার্ড হায়দারাবাদ শাখার উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৯ মার্চ ) এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে এ মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব হোসেন আলী। তিনি বলেন, "ঈদ সকলের জন্য আনন্দের দিন। কিন্তু সমাজের অনেক মানুষ অর্থনৈতিক অসচ্ছলতার কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে, যাতে সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা জামায়াতের আমির আশরাফ আলী কাজলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। তারা ঈদ সামগ্রী বিতরণ করেন এবং সুবিধাবঞ্চিতদের ঈদের শুভেচ্ছা জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ জানান, তাদের এই কার্যক্রম কেবল ঈদ উপলক্ষে নয়, বরং সারাবছরই মানবিক সহায়তার অংশ হিসেবে অব্যাহত থাকে। বিভিন্ন দুর্যোগ ও সংকটময় মুহূর্তে জামায়াতে ইসলামী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আ. দৈ. /কাশেম