গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে পথচারী, শ্রমজীবী ও সাধারণ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) পবিত্র রমজান মাসের ২৩ তম দিনে এই কর্মসূচি আয়োজন করা হয়। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনির পরামর্শে এবং গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদল এই উদ্যোগ নেয়।
এই কর্মসূচির মাধ্যমে শতাধিক রোজাদার ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইফতার বিতরণ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা সাব্বির হোসেন ও জিহাদ হাসান। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়াসির আরাফাত, হাসিব, ইরফান সাজ্জাদ, রাকিব হোসেন রাজু, ইয়াসিন আরাফাত, আসিফসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
এই আয়োজনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, রমজানের শিক্ষাই হলো মানবতার সেবা করা। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
ছাত্রদল নেতারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সকলকে মানবিক কার্যক্রমে অংশগ্রহণের অনুরোধ করেন।
এই ইফতার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন, যা আয়োজকদের উৎসাহ জুগিয়েছে।
আ. দৈ./ কাশেম