অসচ্ছল ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর জন্য ইফতার সামগ্রী বিতরণ করলেন ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া গ্রামের সুযোগ্যো সন্তান দুবাই প্রবাসী জামিয়া ইসলামিয়া সোনারগাঁও মাদরাসার সভাপতি আলহাজ্ব মাওলানা মো: সিফাতউল্লাহ।
১৮ মার্চ ( মঙ্গলবার) রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের জামিয়া ইসলামিয়া সোনারগাঁও মাদরাসা মাঠে আরুয়া গ্রামের ৫'শ দরিদ্র পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
ইফতার সামগ্রীর আইটেম হিসেবে ছিলো, ১০ কেজি চাল, ১ কেজি ছোলা বুট, ১ কেজি চিনি,১ কেজি খেজুর ও ১ কেজি সোয়াবিন তেল।
ইফতার সামগ্রী পাওয়ার পর এসব পরিবার জানান, মাওলানা সিফাতউল্লাহ আমাদের সন্তান সমতুল্য আল্লাহ তাকে দীর্ঘজীবি করুক। আমারা এ ইফতার সামগ্রী পেয়ে সত্যিই আনন্দিত কেননা কিছুটা হলেও আমাদের পরিবারের উপকার হবে।
তারা আরো জানান, সিফাতউল্লাহ শুধু ইফতার সামগ্রী নয় এছাড়াও তিনি তার সাধ্যমত অসহায় মানুষদের পাশে থাকেন।
ইফতার সামগ্রী বিতরণের ব্যাপারে মুঠো ফোনের মাধ্যমে জানতে চাইলে মাওলানা সিফাতউল্লাহ জানান, রমজান মাসে রোজাদারদের মাঝে সামান্য ইফতার সামগ্রী বিতরণ করতে পেরে সত্যিই ভালো লাগছে। আল্লাহ আমার এ কাজকে কবুল করুক। আমি যতদিন বেঁচে আছি তত দিন যেন মানুষের পাশে দাড়াতে পরি।
ইফতার সামগ্রী বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইন্জিনিয়ার মো: হারুন-অর-রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: জাকির খান, ইলিয়াস মুন্সি, কাজল মৃধা, নাজমুল মুন্সি। আরো উপস্থিত ছিলেন, সানাউল হাসান অপু, মো: দেলোয়ার হোসেন, দুলাল কবিরাজসহ জামিয়া ইসলামিয়া সোনারগাঁও মাদরাসার শিক্ষক সহ এলাকার অনেক গন্যমানয় ব্যাক্তি।
ইফতার বিতরণের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মো: খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, এম আমিনুল ইসলাম। অসচ্ছল ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সৈয়দ মো: শাহাদাৎ হোসেন।
র/আ