মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেট করে সাধারণ শ্রমিকদের পকেট কেটে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেয়া এবং পাচারের অভিযোগে ফ্যাসিস্ট সরকারের প্রভাবশালী সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল এবং সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক এমপি মাসুদউদ্দীন চেীধুরীর রিক্রুটিং এজেন্সিসহ ১২ টি এজেন্সির বিরুদ্ধে পৃথক ১২টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই সিন্ডিকেটটি ৬৭ হাজার শ্রমিকের কাছ থেকে ১ হাজার ১৭৮ কোটি টাকা আত্মসাৎ করেছে বলেও প্রাথমিকভাবে তথ্য পেয়েছে দুদক।
আজ মঙ্গলবার (১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি জানান, সরকার নির্ধারিত টাকার চেয়ে ৫ গুণ টাকা বেশি নেওয়ার অভিযোগ রয়েছে এ এজেন্সিগুলোর বিরুদ্ধে। তারা ৬৭ হাজার শ্রমিকের কাছ থেকে ১ হাজার ১৭৮ কোটি টাকা আত্মসাৎ করেছে বলেও প্রাথমিকভাবে তথ্য পেয়েছে দুদক।
আ. দৈ./কাশেম