চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চট্টগ্রাম-২ জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. আকতারুল ইসলাম বুহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন । তিনি আরো জানান, অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ও ইনডোর সেবাদান পদ্ধতি, চিকিৎসক -স্টাফদের উপস্থিতি, ভর্তিকৃত রোগীদের ওয়ার্ড পর্যবেক্ষণ করেন। দুদক টিমের সদস্যরা আগত সেবাপ্রার্থী রোগীদের অভিজ্ঞতা ও অভিযোগ শ্রবণ করেন।
অভিযানকালে সেবাদানে ধীরগতি, যথাযথভাবে বিভিন্ন রেজিস্টার মেইনটেইন না করা, ভর্তিকৃত রোগীদের ওয়ার্ডে অতিরিক্ত ভিড় ও অপরিচ্ছন্নতা পরিলক্ষিত হয়। পরে টিম অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তার সাথে কথা বলে। তিনি অবিলম্বে সেবা প্রদানের মানোন্নয়ন এবং হয়রানি রোধে ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে দুদক টিমকে আশ্বস্ত করেন। এনফোর্সমেন্ট টিম কর্তৃক পরিদর্শনে প্রাপ্ত তথ্যাবলি ও সংগৃহীত অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করা হবে।
আ. দৈ. /কাশেম