রাজধানীতে বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তির বিকাশে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এবং স্ব-শিক্ষিত বিজ্ঞানীদের নিয়ে তিন দিনব্যাপী বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা শেষ হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) পরিষদের ধানমন্ডি ক্যাম্পাসে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এই মেলায় রাজধানীরসহ দেশের বিভিন্ন স্তরের ২৫০ জন ক্ষুদে বিজ্ঞানী ৭৫টি প্রকল্প নিয়ে অংশ গ্রহণ করেছে। বিজ্ঞানীরা ৬৮টি উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করেছে।
আজ বুধবার বিকেলে ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন। এই মেলায় ৭৫টি অধিক প্রকল্প নিয়ে অংশ গ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানদের মধ্যে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।
পরিষদের চেয়ারম্যান সভাপতির ভাষণে ড. সামিনা আহমেদ ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনের জাতি গঠনের নেতৃত্ব দিবে। বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশগঠনের সুযোগ্য নেতৃত্ব সৃষ্টি এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনে বিসিএসআইআর বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। আজকের এই বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা সে সব কর্মকাণ্ডেরই একটি প্রয়াসমাত্র।
তিনি বলেন, বিসিএসআইআর-ই বাংলাদেশের প্রথম সরকারী গবেষণা প্রতিষ্ঠান। এখানকার বিজ্ঞানীদের সেই অবস্থান থেকে নিজ নিজ গবেষণায় আরো বেশি মানোনিবেশ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
আ. দৈ. /কাশেম