ঢাকার সাভারের আশুলিয়ায় ছেইন অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছে । এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরত কয়েক শতাধিক যাত্রীরা।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে ওই কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা। তবেএ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রাখে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, প্রতি মাসে আমাদের বেতন ৬ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হয়। কিন্তু জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ পার হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেনি। এছাড়া আজ সকালে পোশাক শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখান কর্তৃপক্ষ। অবিলম্বে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা।
আশুলিয়া শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার মো: মমিনুল ইসলাম ভুঁইয়া, আজকের দৈনিক কে বলেন, বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। শ্রমিকদের দাবি গুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু কারখানার মালিক বিদেশ থাকায় সমাধান সম্ভব হয়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
আ. দৈ. /কাশেম / নিলয়