গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিন ধরে চলা রাস্তা নিয়ে বিরোধের অবসান ঘটেছে। শতাধিক পরিবারের চলাচলের গুরুত্বপূর্ণ পথটি উন্মুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী ও পথচারীরা। স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সময়োপযোগী পদক্ষেপে এই সমস্যা সমাধান হয়।
শ্রীপুর উপজেলার ফরিদপুর এলাকার পুকুর পাড় সংলগ্ন সড়কটি সম্প্রতি এক পক্ষ বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েন আশপাশের শতাধিক পরিবার। স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং যানবাহন চালকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। ভুক্তভোগীরা এ নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।
পরে স্থানীয় প্রশাসন, পুলিশ এবং গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে সড়কটি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির পুনর্নির্মাণ কাজ পুরোদমে চলছে। নতুন করে সংস্কার করা সড়কটি এলাকাবাসীর চলাচল আরও সহজ করবে।
এলাকাবাসী জানিয়েছেন, রাস্তাটি পুনর্নির্মাণ করতে দেখে তাঁরা স্বস্তি পেয়েছেন। স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, “দীর্ঘদিনের সমস্যার অবসান হয়েছে। প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, “আমরা একাধিকবার জমি মাপজোক করেছি। অবশেষে দুই পক্ষের সম্মতিতে রাস্তা পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। সমাধানের পুরো প্রক্রিয়ায় আমরা পাশে ছিলাম।”
এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধ করবে। তাঁরা দ্রুত কাজ সম্পন্ন করে সড়কটি চালু করার অনুরোধ জানিয়েছেন।
আ. দৈ. /কাশেম/ আলমগীর