পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে ঘটনাটি ঘটে, যার ফলে কাফির বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
গভীর রাতে কাফি তার ফেসবুক পেজে পোস্ট করে জানান, "মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। আমি যাদের বিরুদ্ধে কথা বলেছিলাম, তাদের জন্য হয়তো এটি একটি বার্তা। যুদ্ধ করেছি, করছি—কিন্তু নিরাপত্তা পাইনি।" তিনি আরও বলেন, তার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছে।
আগুনের ঘটনায় কাফির বাবা, মাওলানা মো. এবিএম হাবিবুর রহমান, গভীর হতাশা প্রকাশ করে বলেন, "আগুনে সব শেষ হয়ে গেছে, আর কিছুই অবশিষ্ট নেই। আমাদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।"
এখন পর্যন্ত পুলিশ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোন আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে কাফির পরিবার দাবি করেছে, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
এএস//