সুদীর্ঘ প্রায় ১৬ বছর পর কক্সবাজারে সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফ্রেবুয়ারি) সকাল ৯টায় জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার আয়োজনে এ সম্মেলন শুরু হয়।
এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, অবশ্যই আগে সংস্কার, ফ্যাসিবাদের বিচার তারপর নির্বাচন হতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম জনগণের ন্যায়বিচার ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম চালিয়ে যাবে। সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ও স্থানীয় নের্তৃবৃন্দ।
এর আগে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক সাংগঠনিক সফরে কক্সবাজার এসেছিলেন জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী। সে সময় নির্বাচন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট। এরপর ধীরে ধীরে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে জামায়াতে ইসলামী। যুদ্ধাপরাধ ইস্যুতে অভিযুক্ত হয়ে ২০১০ সালে গ্রেপ্তার ও পরবর্তী রায়ে মতিউর রহমান নিজামী, সেক্রেটারি আলী আহছান মুহাম্মদ মুজাহিদসহ অনেক নেতার ফাঁসি হলে বন্ধ হয়ে যায় জামায়াতের প্রকাশ্যে রাজনৈতিক প্রোগ্রাম। তবে ম্যান টু ম্যান সাংগঠনিক যোগাযোগ সবসময় সচল রাখে বাংলাদেশ জামাত ইসলামের দক্ষ নেতৃত্ব।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলন ঘিরে শনিবার সকাল থেকেই আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
দীর্ঘদিন পর সম্মেলনে আসতে পেরে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন সবাই। কর্মী সম্মেলন ঘিরে রঙিন ব্যানার, ফেস্টুন, তোরণে সাজিয়ে তোলা হয় পুরো কক্সবাজার।
কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, দীর্ঘ ১৬ বছর পর কক্সবাজারে প্রকাশ্য কর্মী সম্মেলন শুরু হয়েছে। এতে উচ্ছ্বসিত কর্মীরা। ইতোমধ্যে জেলার প্রত্যেক উপজেলা-ইউনিয়ন-ওয়ার্ড- ইউনিট নেতাকর্মী আসতে শুরু কর। সম্মেলন প্রায় লাক্ষাদিক নেতাকর্মীর সমাগম হয়।
এ ছাড়া মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, টেকনিক্যাল টিমসহ প্রয়োজনীয় প্রস্তুতি ছিল সম্মেলন ঘিরে। এবারের কর্মী সম্মেলনে পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করেন। তবে নারীরা কলেজের মাঠে নয়, তার বিপরীতের অবস্থিত ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে বসেন।
এমআই