কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার। নির্বাচন উপলক্ষ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে মোট ৮৯২ জন আইনজীবী ভোটার হয়েছেন। খসড়া ভোটার তালিকায় ৫ ফেব্রুয়ারী পর্যন্ত আপত্তি দেওয়া যাবে। চুড়ান্ত ভোটার তালিকায় এ সংখ্যা কমবেশি হতে পারে। ২০২৪ সালের সমিতির নির্বাচনে ভোটার ছিলো ৯২৫ জন। সমিতির গঠনতন্ত্র সংশোধন করে ভিন্ন পেশায় কর্মরত আইনজীবীদের ভোটার বঞ্চিত করায় এবার ভোটার সংখ্যা কমেছে বলে জানা গেছে।
গঠনতন্ত্র অনুসারে আগামী ১৫ ফেব্রুয়ারী কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আইনজীবীদের সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান ও নৈশভোজ অনুষ্ঠিত হবে। একইদিন সমিতির সদস্যদের তথ্য উপাত্ত নিয়ে ‘ডিরেক্টরি’ প্রকাশিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে পৃথক দু’টি ভোট কেন্দ্রে একই সাথে ২২ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হবে। এর মধ্যে, একটি ভোটার তালিকার ভোট গ্রহন করা হবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মূল ভবনে। চকরিয়া ও কুতুবদিয়া আদালতে কর্মরত আইনজীবীদের নিয়ে প্রকাশিত পৃথক আরেকটি ভোটার তালিকার ভোট গ্রহন করা হবে চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে। খসড়া ভোটার তালিকায় জেলা আইনজীবী সমিতির মূল ভবনে ভোটার রয়েছে ৮১১ জন এবং চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবনে ভোটার রয়েছে ৮১ জন।
নির্বাচন পরিচালনার জন্য সমিতির বিশেষ সাধারণ সভা করে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বাকের-কে প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা, অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ ফেরদাউস-কে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল হক, অ্যাডভোকেট মোস্তাক আহমদ-৪, অ্যাডভোকেট ফরিদ আহমদ, অ্যাডভোকেট নুর আহমদ-২, অ্যাডভোকেট আবু ছিদ্দিক, অ্যাডভোকেট তাপস রক্ষিত এবং অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজ উল্লাহ’কে কমিশনার করে ১১ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারী নির্বাচনের তফশিল ঘোষনা করবেন বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ বাকের। তিনি আরো জানান, তফসিলের খসড়া অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিল, ১৩ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাই, ১৬ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ১৮ ফেব্রুয়ারী নির্বাচন কমিশনের উদ্যোগে প্রার্থী পরিচিতি সভা এবং ২২ ফেব্রুয়ারি শনিবার ভোট গ্রহন করা হবে।
এদিকে, নির্বাচন ঘনিয়ে আসায় জেলা আইনঙ্গনে নির্বাচনী আলোচনা বেশ জমে উঠছে। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির দীর্ঘদিনের নির্বাচনী রেওয়াজ অনুযায়ী বিএনপি, জামায়াত ইসলাম, এবি পার্টি সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী সমমনা আইনজীবীদের মনোনীত একটি প্যানেল এবং আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট পার্টি সহ সরকার সমর্থিত রাজনৈতিক দল গুলোর বঙ্গবন্ধু আওয়ামী পরিষদ সমর্থিত, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত পৃথক আরেকটি প্যানেল নির্বাচনে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করে থাকে।
এমআই